বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১০:১১ পূর্বাহ্ন

হোয়াটসঅ্যাপ চ্যাট হবে আরও মজার, আসছে নতুন ফিচার

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে নতুন ফিচার আনছে প্ল্যাটফর্মটি। এবার ব্যবহারকারীদের চ্যাটের অভিজ্ঞতা আরও ভালো করতেই নতুন ফিচার যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে লঞ্চ করা হয়েছে কাস্টম লিস্ট ফিচার। এটাই প্রথম নয়। হোয়াটসঅ্যাপে হাজার মেসেজের ভিড়ে দরকারি মেসেজ যাতে হারিয়ে না যায় তার জন্য একাধিক ফিচার রয়েছে হোয়াটসঅ্যাপে। কাস্টম লিস্ট ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাট তালিকা করে রাখতে পারবেন পছন্দ অনুসারে। তাহলে দরকারের সময় সহজে খুঁজে পাওয়া সম্ভব হবে। হোয়াটসঅ্যাপে আনরেড, গ্রুপ, অল এইসব ট্যাব আগেই লঞ্চ হয়েছে। এবার সেই চ্যাট ফিল্টার বারে যুক্ত হয়েছে নতুন একটি ট্যাব।
যারা নিয়মিত হোয়াটসঅ্যাপে অনেকের সঙ্গে চ্যাট করেন তাদের জন্য এই ফিচারটি অত্যন্ত লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে। এদিকে কয়েক মাস আগেই মেটা এআই অ্যাসিস্ট্যান্স লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ। এর কাছে যে কোনো প্রশ্ন করলে মুহূর্তেই মিলছে উত্তর। এবার আত্মপ্রকাশ করতে চলেছে মেটা এআই ভয়েস মোড ফিচার। নামকরণ থেকেই পরিষ্কার, এবার সরাসরি ব্যবহারকারীদের সঙ্গে কথা বলবে কৃত্রিম বুদ্ধিমত্তা।
পাশাপাশি এবার মেটা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য মনে রাখতে পারবে। অর্থাৎ তার সঙ্গে হওয়া চ্যাটে প্রাপ্ত তথ্য থেকে সংশ্লিষ্ট ব্যবহারকারীর জন্মদিন, সে কী ধরনের খাবার খায়, তার অ্যালার্জি, পছন্দের লেখক ইত্যাদি বিষয় মনে রেখে দেবে এআই। যা থেকে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা আরও ‘ঘনিষ্ঠ’ হতে পারবে। এই নিয়েই চলছে পরীক্ষা নিরীক্ষা। তবে ব্যবহারকারীর হাতেই থাকবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ। তারা চাইলেই ইচ্ছেমতো তথ্য মুছে দিতে পারবে বা কোনো আপডেট বেছে নিতে পারবেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com