মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সিনিয়র সদস্য হিসেবে সাবেক এমপি এম নাসের রহমানের মনোনীত হওয়ায় শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাঁর প্রতি ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই উপলক্ষে ৭ নভেম্বর শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতারা শ্রীমঙ্গলে সাবেক এই সংসদের বাড়িতে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. তাজ উদ্দিন (তাজু) এর নেতৃত্বে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা সাবেক এমপি এম নাসের রহমানের সঙ্গে এক সুহৃদ্র পরিবেশে আলোচনা করেন। নেতারা জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির ঘোষিত ৩২ সদস্যবিশিষ্ট জেলা আহবায়ক কমিটিতে এম নাসের রহমানের অন্তর্ভুক্তি মৌলভীবাজার জেলা বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করবে। তারা আহ্বায়ক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাবেক এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় মৌলভীবাজার নবগঠিত মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি, আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুকসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন (তাজু), উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামিম আহমেদ, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মামুন আহমেদ, প্রচার সম্পাদক হাফিজুর রহমান তুহিন, শ্রম বিষয়ক সম্পাদক সোহেল আহমেদ, সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল কাদির, উপজেলা যুব দলের আহ্বায়ক মো: সাইফউদ্দিন সিদ্দিকী (সাবলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জালাল উদ্দিন, সাবেক পৌর যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, যুবদলের এমদাদুল হক রাজিব, ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান তপু, পৌর ছাত্রদলের সদস্যচিব গোলাম সরোয়ার রিমন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেনস, উপজেলা ছাত্রদলের জুম্মন আহমেদ, জহিরুল ইসলাম রকি, তোফায়েল আহমেদ, খালেদ আহমেদ, আশিদ্রোন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, কালাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুহিন আহমেদ, আশিদ্রোন ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মেহেদি, পৌর ছাত্রদলের ৩নং ওয়ার্ডের সভাপতি আল-আমিন হোসেনসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল নেতাকর্মীরা এর আগে গত ৪ অক্টোবর শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা নবগঠিত মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক, মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূন, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর রাজনৈতিক সচিব ও আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদের সাথে সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। ওইদিন উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন (তাজু), শ্রীমঙ্গল শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সহ-সভাপতি শামিম আহমদ, প্রচার সম্পাদক তুহিন চৌধুরী, সহ যুব বিষয়ক সম্পাদক আব্দুল কাদের, শ্রমবিষয়ক সম্পাদক সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ জালাল উদ্দিন, ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান তপু, পৌর ছাত্রদলের সদস্যচিব গোলাম সরোয়ার রিমন। প্রসঙ্গত, গত সোমবার (৪ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্যাডে ৩২ সদস্যবিশিষ্ট মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।