শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
জুড়ীতে টিলা কাটার মহোৎসব ঝুঁকিতে ঘরবাড়ি কালীগঞ্জ বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন জামায়াতে ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কখনোই চাঁদাবাজি ও টেন্ডারবাজি সমর্থন করে না রায়গঞ্জে ভূমিহীন সম্মেলন ও আলোচনা সভা বাংলাদেশে গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে মোংলায় এশিয়া ডে অফ অ্যাকশন কর্মসুচি পালন মহাদেবপুরে কোটি টাকার চেক বিতরণ অপেক্ষা পরিণত হয়েছে আক্ষেপে, তবুও হয়নি পাকা রাস্তা শ্রীমঙ্গল উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সাবেক এমপি এম নাসের রহমানকে ফুলেল শুভেচ্ছা শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ভালুকায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা

রায়গঞ্জে ভূমিহীন সম্মেলন ও আলোচনা সভা

সুজন কুমার ভৌমিক (রায়গঞ্জ) সিরাজগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

“মেহনতি মানুষের জয় অপ্রতিরোধ্য” এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূমিহীনদের এক বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির আয়োজনে ও নিজেরা করি সংস্থার সার্বিক সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়। ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি রহমত আলীর সভাপতত্বে সাধারণ সম্পাদক আবু হাশেম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউনিয়ন ভূমিহীন সমিতির সহ সম্পাদক রিনা বেগম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য সাবিনা বেগম, রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবির নিজেরা করি রায়গঞ্জ উপজেলা অঞ্চল সমন্বয়ক আছাবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সাংগঠনিক বার্ষিক প্রতিবেদন পাঠ করেন কিশোরী মিথিলা খাতুন ও পরিকল্পনা পাঠ করেন কিশোরী সাদিয়া। অনুষ্ঠানে নিজেরা করি সংগঠনের ধানগড়া উপ কেন্দ্রের সকল কর্মী ও প্রায় হাজার ভূমিহীন নারী পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, অনুপস্থিত বন্ধোবস্ত বাতিল, খাস জমি ভূমিহীনদের মধ্যে বন্ধোবস্ত দেয়া, নারী নির্যাতন বন্ধ করা, বাল্য বিবাহ পুরোপুরি বন্ধ করা, নদী ভাঙ্গন রোধসহ ভূমিহীনদের স্থায়ী বসতি, স্বাস্থ্য, শিক্ষা ও সাংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং তারা স্থানীয় প্রশাসনকে আরো আন্তরিক ও অগ্রনী ভুমিকা রেখে কাজ করার আহবান জানান। পরে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলন সমাপ্তি হয়। ভূমিহীন সম্মেলনে রহমত আলীকে সভাপতি ও আবু হাসেম শেখকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয় এবং শপথ বাক্য পাঠ করানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com