শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডারের বাংলাদেশ সফর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম রাড এর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ৬ থেকে ৮ নভেম্বর বাংলাদেশ সফর করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা (এইএডিআর) বিষয়ক যৌথ উদ্যোগের (জয়েন্ট এফোর্ট) বিষয়সমূহ এই সফরে বিশেষভাবে আলোচিত হয়েছে। এই সফরে ডেপুটি কমান্ডার জেনারেল রাড বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এছাড়াও, প্রতিনিধি দলটি মিরপুরে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হকের সাথে বৈঠক করেন। দ্বিপাক্ষিক আলোচনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরীর লক্ষ্যে যৌথ মহড়ার আয়োজন এবং যৌথ প্রশিক্ষণ বাস্তবায়নের বিষয় আলোচিত হয়। প্রতিনিধি দলটি সেনাসদর কর্তৃক আয়োজিত মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি ব্রিফিং সেশনে অংশগ্রহণ করে, যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় চ্যালেঞ্জ এবং সক্ষমতার বিষয় আলোচিত হয়। দুর্যোগ প্রতিরোধে প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং সংকটকালীন দ্রুততার সাথে পুনরুদ্ধার কার্যক্রমের জন্য যৌথ উদ্যোগের বিষয়সমূহ গুরুত্ব পায়। উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার লক্ষ্যে,এই সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com