বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইসলামী ব্যাংক কাঁচপুর শাখা স্থানান্তর দাউদকান্দিতে ১৭ বছরেও পাকা হয়নি ইউনিয়ন পরিষদের রাস্তা: সেবা নিতে আসা মানুষের চরম দুর্ভোগ রংপুরে সড়ক পরিবহন আইন ও ট্রাফিক সংক্রান্ত সচেতনতা মুলক সভা শ্রীমঙ্গলে লোকালয় থেকে রেসাস বানর উদ্ধার আওয়ামীল লীগ ক্যাডার নজরুল সিন্টিকেটের দখলে ৩০ একর বনভূমি দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গলাচিপায় নবাগত উপজেলা প্রশাসনের সাথে রাজনৈতিক দলের মতবিনিময় সভা বাউফলে সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার ও অনিয়মের অভিযোগ কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

যুব সমাজের অর্জিত বিপ্লব নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে – ড. শফিকুল ইসলাম মাসুদ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে যুব সমাজের অর্জিত বিপ্লব নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়বে। আগামীর বাংলাদেশে কোন বৈষম্য থাকবে না। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। একটি আদর্শ কল্যাণ ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে কেবলই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে। সেজন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চূড়ান্ত রূপ দিতে যুব সমাজকে অতীতের মতো ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সম্প্রতি পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, কোন একটি রাষ্ট্রকে ধ্বংস করতে পরাশক্তি প্রথম যেই কাজটি করে সেটি হচ্ছে ঐ রাষ্ট্রের জাতি-গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করা। দলমত, জাতি-গোষ্ঠী, ধর্মবর্ণ সকলে বাংলাদেশের নাগরিক পরিচয়ে এক ও অভিন্ন থাকতে পারলে কোন পরাশক্তি বাংলাদেশের অগ্রযাত্রার পথে আর বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না। বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সকল আন্দোলন সংগ্রামে আমাদের বিজয় হয়েছে যুব সমাজের হাত ধরে। তাই যুব সমাজকে আগামীতেও ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে একটি উন্নত ও আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত যুবক ও যুব নারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তরুণ প্রজন্ম এবং যুবকদের হাতেই আগামীর নতুন বাউফল গড়তে হবে, গড়া সম্ভব। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ছিল ফ্যাসিস্ট, গণহত্যাকারী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত, শেয়ারবাজার লুন্ঠনকারী, আমাদের মা-বোনদের ইজ্জত লুন্ঠনকারী ও ধর্ষকদের বিরুদ্ধে। ওই অন্দোলনে লড়াই করে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে তাদের মধ্যে সংখ্যায় যুবকরাই বেশি। এর অর্থ যুবকরা নিজের চেয়ে দেশকে বেশি ভালোবেসে নিজের রক্ত ও জীবন উৎসর্গ করে দিতে সব সময় প্রস্তুত। যুবকদের জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে কোনভাবেই ব্যর্থ হতে দেব না, দেওয়া যাবে না। সেজন্য তিনি দলমত, জাতি-গোষ্ঠী, ধর্মবর্ণ বিভক্ত না করে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা যুব বিভাগের সভাপতি মো. রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাউফল উপজেলার সাবেক আমীর মাওলানা আব্দুস সোবহান, উপজেলা আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, মো. আবুল কাশেম, মো. খাইরুল কবির, মো. নজরুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com