সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

রংপুরে সড়ক পরিবহন আইন ও ট্রাফিক সংক্রান্ত সচেতনতা মুলক সভা

রংপুর প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন বলেছেন, ড্রাইভারদের বলবো, দুর্ঘটনায় শুধু মানুষের জীবন যায় তা না, নিজেরও তো ক্ষতি হয়। গতি মেনে চলতে হবে। সড়কে ট্রাফিক আইন মেনে চলতে হবে। এসপি আরো বলেন, সড়কে অস্বাভাবিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা পরিহার করতে হবে। চালকদের এটা বুঝাতে হবে। গাড়ি চালাতে যেমন পেট্রোল লাগে, যাকে দিয়ে চালাবেন, তারও তো পেট্রোল দরকার। যানবাহন চালানোর সময় সিটবেল্ট পরিধান করুন। হেলমেট ব্যতীত মোটরসাইকেল চালাবেন না। আজকের কোমলমতি শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ট্রাফিক আইন মেনে চলুন দুর্ঘটনার হাত থেকে নিজেকে রক্ষা করুন। সড়কে তিনজন নিয়ে কখনোই মোটরসাইকেল চলাচল করবেন না। সড়ক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে নিজেরা সচেতন হই আশেপাশে অন্যকে সচেতন করি। নিয়মের বাইরে কখনো গাড়ি চলাচল করা যাবে না। এজন্য সবাইকে সচেতন হতে হবে। আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ নিজ নিজ স্বস্থ্যের প্রতি যতœবান হওয়ার আহবান করেন প্রধান অতিথি। মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগঞ্জ এলাকায় জেলা পুলিশ (ট্রাফিক বিভাগ রংপুর) আয়োজিত ও জেলা(ট্রাফিক প্রশাসন) টিআই নুর আলম সিদ্দিকীর সঞ্চালনায় যানজট নিরসন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক সংক্রান্ত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত শিক্ষাথীদের মাঝে উন্মুক্ত আলোচনা সভা ও সংক্ষিপ্ত কুইজ প্রতিযোগিতা শেষে শিক্ষাথীদের মাঝে শিক্ষা উপকরণ বিতারন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম, পীরগঞ্জ থানা অফিসার ইনর্চাজ এম. এ. ফারুক,সার্জেন্ট আরমান, সার্জেন্ট রুহুল আমিন, পীরগঞ্জ কছিমননেছা মাধ্যমিক বালিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও দুই শতাধিক অভিভাবক বৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com