শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
সিএসপিএস’র উদ্যোগে যাকাত ও এর আর্থসামাজিক ব্যাবস্থাপনা বিষয়ক সেমিনার শ্রীমঙ্গলে ছদ্মবেশে মসলা কারখানায় হাজির এসিল্যান্ড, জরিমানা ধনবাড়ীতে সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা নেত্রকোণায় বিএনপির কেন্দ্রীয় নেতার ইফতার মাহফিল উলিপুরে পাটচাষি প্রশিক্ষণ কাপাসিয়ায় ‘আদর্শ শিক্ষক ফেডারেশনের’ দোয়া ও ইফতার মাহফিল আউশধানের আবাদ বাড়াতে হাকিমপুরে বিনামূল্যে বীজ-সার বিতরণ ২৪’ঘন্টার মধ্যে ধর্ষণের আসামীকে ধরতে হবে-নাহিদ ইসলাম লালমনিরহাটের পাটগ্রামে খামারীদের মধ্যে পরিচর্যা সামগ্রী বিতরণ না করে ফিরে গেলে ইউএনও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার মাহফিল সাতক্ষীরার নলতায়

২৪’ঘন্টার মধ্যে ধর্ষণের আসামীকে ধরতে হবে-নাহিদ ইসলাম

মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার ও জুলাই আগস্ট গণ আন্দোলনে শহীদের মেয়েকে ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেয়ার পর হাসপাতাল মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা রাজনৈতিক এবং সামাজিক অনিরাপত্তার মধ্যে রয়েছেন কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারকে অবশ্যই আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে কাজ করতে হবে। এসব পরিবারগুলোকে নিরাপত্তা দিতে হবে। ২৪ ঘন্টার মধ্যে অপর আসামী গ্রেফতার ও তদন্ত সুষ্ঠু ভাবে এগিয়ে না নিলে রাজপথে কর্মসূচী প্রদানের ঘোষনা দেন তিনি। পরিবারটির পাশে থেকে সকল ধরনের সহযোগীতার আশ্বাস দেন তিনি। এসময় এনসিপির যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম শাহিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার সহ কেন্দ্রীয় নেতারা সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ, চিকিৎসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিং শেষে তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপারের সাথে সাক্ষাত করে মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। পরে তিনি সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com