দেশের বৃহত্তর পেশাজীবি সংগঠন ‘বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন’ কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে ১৯ মার্চ বুধবার স্থানীয় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক ফেডারেশন কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও শিক্ষক নেতা মাওলানা মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজে সাবেক অধ্যক্ষ তাজউদ্দীন আহমেদ, শিক্ষক ফেডারেশনের গাজীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষক নেতা অধ্যাপক শামসুল হুদা লিটন, বিশিষ্ট শিক্ষক নেতা মোবারক হোসেন প্রধান, কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন সবুজ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা শামসুল ইসলাম প্রমূখ। পরে বাংলাদেশ শিক্ষক ফেডারেশন কাপাসিয়া উপজেলা শাখার নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়। নব গঠিত কমিটির কর্মকর্তারা হলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি মুহা. হারুনুর রশীদ মোল্লা, অধ্যক্ষ কামড়া মাশক ফাজিল মাদ্রাসা, সাধারণ সম্পাদক- মো: আমিনুল ইসলাম ফকির, অধ্যক্ষ, আনজাব বালিকা আলিম মাদ্রাসা। বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি ড. মো: আসাদুল্লাহ সরকার, সহকারী অধ্যাপক, রেজাউল হক মহিলা কলেজ, সাধারণ সম্পাদক-মোঃ শহিদুল্লাহ, প্রভাষক, বঙ্গ তাঁজ কলেজ। বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদ কাপাসিয়া উপজেলা শাখা উপজেলা শাখার সভাপতি-মোঃ নাজমুল আলম সোহাগ, প্রধান শিক্ষক, ডক্টর এম এ হাসান মডেল হাই স্কুল, সাধারণ সম্পাদক-মোঃ রুহুল আমিন, সহকারী শিক্ষক, রাওনাট আদর্শ উচ্চ বিদ্যালয়। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি- মুহা. হারুনুর রশীদ মোল্লা, অধ্যক্ষ, কামড়া মাশক ফাজিল মাদ্রাসা, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক ফকির, অধ্যক্ষ আনজাব বালিকা আলিম মাদ্রাসা। প্রাথমিক শিক্ষক পরিষদ, কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি -মো: মোতালিব হোসেন, আড়াল মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাধারণ সম্পাদক-মোঃ খলিলুর রহমান, দিঘিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষক পরিষদ, কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি মো: শফিকুল ইসলাম পরিচালক, বেবিস লার্নিং স্কুল, সাধারণ সম্পাদক- মোঃ মাসউদুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, হলিক্রিসেন্ট মডেল একাডেমি।