২১ মার্চ শুক্রবার বিকেল ৪ টায় রাজধানীর তেজগাওস্হ একটি মিলনায়তনে যাকাত এর আর্থসামাজিক ব্যাবস্থাপনা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক এন্ড পীস স্টাডিজ (সিএসপিএস) এর উদ্যোগে যাকাত ও এর আর্থসামাজিক ব্যাবস্থাপনা বিষয়ক সেমিনারে ব্যারিস্টার মো. বেলায়েত হোসাইনের সঞ্চলনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসপিএস এর ভাইস চেয়ারম্যান কর্ণেল আশরাফ আল- দ্বীন ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাসনাত কাদের। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপনকালে সিএসপিএস এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আইয়ুব মিয়া যাকাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, যাকাত গরীব মানুষের হক। যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তাদেরকে অবশ্যই যাকাত আদায় করতে হবে। যাকাতের মাধ্যমে যেমন সম্পদ বৃদ্ধি পায় তেমনি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। বিশ্বের অনেক মুসলিম দেশে আইনের মাধ্যমে বাধ্যতামুলকভাবে সরকারি উদ্যোগে যাকাত আদায় করা হয়। আবার কোনো কোনো দেশে সরকার কিছু যাকাত ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে যাকাত সংগ্রহ ও বিতরণের জন্য লাইসেন্স প্রদান করেছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছে। আমরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। বাংলাদেশে প্রচুর ধর্মীয় প্রতিষ্ঠান, এতিমখানা ইত্যাদি রয়েছে যারা যাকাত সাদাকার উপর নির্ভরশীল। এর মাধ্যমে প্রচুর অসহায় শিশু, নারী-পুরুষ বেঁচে থাকার জন্য সহায়তা পাচ্ছে। কিন্তু এসব যাকাত ব্যবহারকারী প্রতিষ্ঠানের যাকাত তহবিল ব্যবহারে শরীয়াহর বিধান অনুসরণ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা দরকার।
মূল প্রবন্ধের উপর নির্ধারিত দু’জন আলোচক এর আলোচনায় প্রথম আলোচক: সিএসপিএস এর নির্বাহী পরিচালক ড. মো. মিজানুর রহমান যাকাত আদায়ের গুরুত্বের পাশাপাশি “উশর” (ফসলের যাকাত) সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, যে কোন কৃষি পন্যই উশরের অন্তর্ভুক্ত। উশর আদায়ের জন্য যাকাতের মতো নিসাব বিবেচনা করতে হবে না। কৃষক শস্য ব্যক্তিগত কাজে ব্যবহার করার আগেই উশর দিতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশে প্রতিবছর খরচ আট হাজার কোটি টাকা এবং খরচ বাদে চার হাজার কোটি টাকার উশর আদায় করা সম্ভব।
দ্বিতীয় আলোচকঃ
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, ড. মো. মিজানুর রহমান,যাকাতের বিভিন্ন ইতিবাচক দিক আলোচনা করেন।তিনি বলেন, সঠিকভাবে যাকাত ব্যাবস্থপনা করতে না পারলে সমাজে অলস ও অদক্ষ মানুষ বৃদ্ধি পেতে পারে। শুধু অর্থ প্রদান করলেই দারিদ্র্যতা দূর হবে না বরং গ্রহিতাকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে মনে করেন এই অধ্যাপক। সেমিনার এর সন্চালক ব্যারিস্টার বেলায়েত হোসাইন পরবর্তীতে উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণের জন্য আহ্বান জানালে
ইসলামী ব্যাংক ট্রেইনিং এন্ রিসার্চ একাডেমির রিসার্চার জনাব সানাহউল্লাহ,সিএসপিএস এর নির্বাহী কমিটি সদস্য ড.মেজর (অব) ইউনুস যথাক্রমে আলোচনা করেন। এ ছাড়াও আজকের
সেমিনারে বিভিন্ন পেশাজীবীদের পাশাপাশি সাংবাদিক গবেষকসহ ইসলামী চিন্তাবিদ উপস্থিত থেকে যাকাত বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
উম্মুক্ত আলোচনা’র পর আজকের প্রবন্ধকার ড.মোহাম্মদ আইউব মিয়া আলোচকগন এর প্রশ্ন এবং পরামর্শের আলোকে ফিডব্যাক আলোচনা করেন।
এরপর সঞ্চালক মহোদয়ের আহ্বানে সেমিনার চেয়ার সিএসপিএস এর ভাইস চেয়ারম্যান কর্ণেল আশ্রাফ-আল দ্বীন তাঁর সভাপতির বক্তব্য এর মাধ্যমে উপস্হিত সকল কে ধন্যবাদ জানিয়ে সেমিনার এর সমাপ্তি ঘোষনা এবং ইফতার গ্রহনের জন্য আমন্ত্রণ জানান।