বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইসলামী ব্যাংক কাঁচপুর শাখা স্থানান্তর দাউদকান্দিতে ১৭ বছরেও পাকা হয়নি ইউনিয়ন পরিষদের রাস্তা: সেবা নিতে আসা মানুষের চরম দুর্ভোগ রংপুরে সড়ক পরিবহন আইন ও ট্রাফিক সংক্রান্ত সচেতনতা মুলক সভা শ্রীমঙ্গলে লোকালয় থেকে রেসাস বানর উদ্ধার আওয়ামীল লীগ ক্যাডার নজরুল সিন্টিকেটের দখলে ৩০ একর বনভূমি দেওয়ানগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গলাচিপায় নবাগত উপজেলা প্রশাসনের সাথে রাজনৈতিক দলের মতবিনিময় সভা বাউফলে সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার ও অনিয়মের অভিযোগ কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

ট্রাম্প কার্ড শেষ হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা এদেশের রাজনীতিতে ফিরতে পারবে না-মোবারক হোসেন

যশোর ব্যুরো
  • আপডেট সময় শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেছেন, ৫ আগস্টের পর পতিত স্বৈরাচারের দোসররা আদালত ক্যু, আনসার বাহিনী, হিন্দু সমাবেশ, ইসকনসহ বিভিন্নভাবে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছিলো। যা ছাত্র জনতা ব্যর্থ করে দিয়েছে। নতুন করে শুরু করেছে ডোনাল ট্রাম্প ইস্যু। এই ট্রাম্প কার্ড খেলতে খেলতে কার্ড শেষ হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা রাজনীতির মাঠে ফিরতে পারবে না। যশোর জেলা জামায়াতের সদস্য সম্মেলন ও নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন,ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে দেশের মানুষের মধ্যে শোষনহীন সমৃদ্ধ একটি দেশ প্রাপ্তির আকাঙ্খা জন্মেছে।তাই ইসলামী সৎযোগ্য দক্ষ ও দেশ প্রেমিক নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন করতে হবে। দেশের মানুষ একটি কল্যাণময় ইনসাফভিত্তিক রাষ্ট্র চায়। যেটি দেওয়ার সক্ষমতা একমাত্র জামায়াত ইসলামের রয়েছে। জামায়াতের আমীরের বিভিন্ন সমাবেশে দেশের মানুষ তাদের আস্থার কথা জানিয়েছে। বিভিন্ন ভাবে জাতি আমাদের উপর ভরসা রাখার কথা বলছে। আমরা সে ভরসা রক্ষা করতে না পারলে জাতি আবারো অন্ধকারে নিমজ্জিত হবে। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম ব্যতিত দুনিয়ায় প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। রুকনদের আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। নিজেকে পরিবার ও সমাজের মাঝে উত্তম মানুষ হিসাবে উপস্থাপন করতে হবে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে হবে। কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা পালন করতে হবে। বেশি বেশি করে সামাজিক কাজ কর্মের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। রুকনদের আত্মগঠনে সচেষ্ট হয়ে পরিবারের কাছে উত্তম আর্দশ হতে হবে। বর্তমান পরিস্থিতিতে রুকনদের সংগঠন সম্প্রসারণ- ইউনিট বৃদ্ধি, কর্মী বৃদ্ধিসহ জামায়াতে ইসলামীকে গণ মানুষের সংগঠনে পরিণত করার আহবান জানান তিনি। শনিবার (৯ নভেম্বর) যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ১০টায় রুকন সম্মেলন ও নির্বাচিত আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্তৃক আয়োজিত সদস্য (রুকন) সম্মেলন ও ২০২৫-২৬ সেশনের নির্বাচিত জেলা আমীরের শপথ গ্রহন অনুষ্ঠানে কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর নব-নির্বাচিত জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল এর সভাপতিত্বে এবং যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সহকারী পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মাওলানা আজীজুর রহমান টিম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল ড. আলমগীর বিশ্বাস. আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা পশ্চিম আমীর মাওলানা হাবিবুর রহমান, যশোর জেলা পূর্ব ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, জেলা শহর সাংগঠনিক জেলা নায়েবে আমীর বেলাল হোসাইন, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান , মাওলানা আবু জাফর, মাওলানা শিহাব উদ্দিন প্রমুখ। এ সময় ২০২৫-২৬ সেশনের যশোর জেলা জামায়াতের নির্বাচিত আমীর অধ্যাপক গোলাম রসুলকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মোবারক হোসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com