সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
বগুড়ার শিবগঞ্জে আলু বীজ বিক্রেতাদের সিন্ডিকেট! কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে হস্তশিল্পের উপর প্রশিক্ষণ নিয়ে ভাগ্য বদলে গেছে নারী উদ্যোক্তা রাজিয়ার তারাকান্দায় শিক্ষার গুণগত মান নিশ্চিতে প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চকরিয়ায় সামাজিক বনায়ন উদ্ধারে মানববন্ধন ও র‌্যালি বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের ২০২৪ বিদায় উপলক্ষে সভা বীরগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি সভাপতির মতবিনিময় সভা পাঁচবিবিতে কোয়েল পাখি পালনে হাসানের মাসে আয় লক্ষাধিক টাকা মোংলার মাটিতে কোন ফ্যাসিস্টদের ঠাঁই হবে না-সমন্বয়ক মোল্ল্যা রাহমাতুল্লাহ সিংড়ায় আমি মধ্যবিত্ত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন মুক্তির ডাক ৭১: নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

চকরিয়ায় সামাজিক বনায়ন উদ্ধারে মানববন্ধন ও র‌্যালি

মনির আহমদ কক্সবাজার
  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

চকরিয়ায় সামাজিক বনায়নের গাছপালা সহ জমি উদ্ধারে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৭ নভেম্বর ২৪ দুপুরে চকরিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে মানববন্ধন শেষ করে র‌্যালী করে চকরিয়া সেনা ক্যাম্পে গিয়ে শেষ করেন। মানববন্ধনে উপকার ভোগী সদস্যের সভাপতি মোজাফ্ফর আহমদ(৭১), নাজিম উদ্দিন(৪০), নান্টু কুমার দে(৫০), তরুন দে(৫০), ছফুরা বেগম(৬০) ও সাহাব উদ্দিন(৫০) বক্তব্য রাখেন। মানববন্ধনে উপস্থিত লোকজন জানান, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চকরিয়ার বরইতলী বনবিটে বিভিন্ন মেয়াদের সামাজিক বনায়ন দেন ২০১১-১২ সালে। দুই তিন বছর ধরে গাছ রোপন করে বড় হলে ২০১৪-১৫ সালে উপকার ভোগীদের মারধর ও মামলার ভয় দেখিয়ে সামাজিক বনায়নের জমি দখল করে নয় বরইতলীর নজরুল ইসলাম প্রকাশ কালা নজরুল গং। সুবিধাভোগীরদের তাড়িয়ে দিয়ে প্লট আকারে দখল বিক্রী করে বনভুমিতে তৈরী করে তুলেছে মিনি শহর।
বরইতলীর ডজন মামলার আসামী ও আওয়ামিলীগ ক্যাডার নজরুল বাহিনী প্রধান নজরুল ও ইসমাইল সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের সহযোগিতায় গত বিশ বছরে বিক্রী করে দিয়েছে অন্তত: তিন শত একর বনভুমি। দুই জনের বাগানবাড়ী পুকুর করে রেখেছে অন্তত: আরো ৩০ একর। বনভুমির দখল বিক্রী করে বনাঞ্চলে দুইজনেই গড়ে তুলেছেন বিলাসবহুল বাগানবাড়ী। বরইতলী বনবিটের সেঞ্চুরি পাড়া ও বড়ঘোনা বিগত ২০১০-১১ সালে সৃজিত সামাজিক বনায়ন আগর বাগান, বাঁশ বাগান ও চিকন পাতা আকাশ মনি গাছের বাগান উদ্ধারের দাবীতে তারা এ মানববন্ধন বলে দাবী করেন মানববন্ধনে অংশগ্রহণ কারীরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com