প্রাকৃতিক উৎস সুরক্ষা করি, নিরাপদ খাদ্য নিশ্চিত করি” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা বারসিক কমিউনিটি পর্যায়ের কৃষক কৃষাণী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সাংস্কৃতিক কর্মীদের সাথে বুধবার মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দিনব্যাপী বহুত্ববাদী সমাজ বিনির্মানে প্রাণবৈচিত্র্য নির্ভর কৃষি প্রতিবেশ চর্চায় নিরাপদ খাদ্য বিষয়ক সংলাপ অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত সংলাপ ও মতবিনিময় সভায় কৃষক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর রহমান। বারসিক প্রকল্প কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। কর্মসূচির ধারণা পাঠ করেন বারসিক কর্মসূচি সমন্বয়কারী মাসুদুর রহমান। এছাড়াও কমিউনিটি পর্যায় থেকে আরও আলোচনা করেন জেলা কৃষি উন্নয়ন কমিটির সভাপতি মোঃ করম আলী মাস্টার, কৃষক মোঃ ইব্রাহিম মিয়া, কৃষাণী হাজেরা বেগম, কৃষক গবেষক মোঃ মাসুদ বিশ্বাস। বারসিক এর কার্যক্রম অবহিত করেন বারসিক কর্মকর্তা রাশেদা আক্তার, মো. শাহিনুর রহমান প্রমুখ। বক্তারা বলেন বৈচিত্র্য সুরক্ষায় নিরাপদ খাদ্য, সবুজ সংহতি ও বহুত্ববাদী সমাজ বিনির্মানে সবাইকে একসাথে কাজ করতে হবে। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে হলে প্লাস্টিক বর্জ্য ত্যাগ, সকল প্রকার দুষন বন্ধ করতে প্রত্যয় তৈরিতে যুব সমাজসহ সবাইকে জাগিয়ে তুলতে সাহায্য করতে হবে। উদ্বোধনী পর্বে শত ধরনের চাষকৃত উদ্ভিদ ও দেশী বীজের সমাহার প্রদর্শন হয়। তারপর গ্রামীণ শিল্পী সংস্থার পরিবেশনায় লোকজ গান অনুষ্ঠিত হয়।