রংপুরের গঙ্গাচড়ায় কৃষকের ধান কাটার কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক দল। গতকাল উপজেলার নোহালী ইউনিয়নের পশ্চিম কচুয়া এলাকার কৃষক রবিউল ইসলামের ক্ষেতের ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব শহীদুল হক। এসময় তিনি বলেন, সংগ্রাম ও অর্জনে দুর্যোগ-দুর্বিপাকে এদেশের কৃষক-কৃষাণীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এদেশের কৃষি ও কৃষকের পাশে ছিল। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় লোকজন নিয়ে কাঁচি হাতে কৃষকদের ধান কেটে দিচ্ছি। শহীদুল হক আরো বলেন, দরিদ্র কৃষকের যে কোনো সংকটে আমরা কাজ করে যাব। এ প্রতিশ্রুতি নিয়েই এলাকার অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিচ্ছি। শহীদ জিয়াউর রহমানকে বুকে ধারণ করে ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীদের অসহায় কৃষকদের ধান কেটে গোলায় তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। কৃষক রবিউল ইসলাম বলেন, জমিতে আমন ধানের চাষ করেছি। ফলনও এবার ভালো হয়েছে। ক্ষেতের ধান পাকলেও শ্রমিক সংকট থাকায় কাটতে পারছিলাম না। কৃষক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে আমার ধান কেটে দিয়েছে এতে আমার অনেক উপকার হয়েছে। তাই কৃষক দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ধান কাটার কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন নোহালী ইউনিয়ন বিএনপির আহবায়ক জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব কামরুজ্জামান জুয়েল, নোহালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবু হেনা, উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক নুর ইসলাম স্বপন, বরকত উল্লাহ সরকার, আব্দুল কুদ্দুস, সদস্য বুলু মিয়া, আশরাফুল ইসলাম, নোহালি ইউনিয়ন কৃষক দলের সদস্য আনিচুর রহমান, আলমবিদিতরের নুর ইসলাম বাবু, মর্ণেয়ার নুরুজ্জামান, কোলকোন্দ ইউপির ইবনে সাইদ সবুজ, সদর ইউপির মমিনুল ইসলাম প্রমুখ।