গ্রহকদের সর্বোচ্চ ডাটা সিকিউরিটি তথা তথ্য সুরক্ষা বজায় রাখার জন্য আন্তর্জাতিক মানের স্বীকৃতি অর্জন করেছে আইএফআইসি ব্যাংক। সম্প্রতি ‘পেমেন্ট কার্ড ইন্ড্রাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড’ (পিসিআই-ডিএসএস)-এর নীতিমালা অনুযায়ী শক্তিশালী সিস্টেম, উন্নত নেটওয়ার্ক সিকিউরিটি ব্যবস্থা-সহ স্পর্শকাতর তথ্য ব্যবস্থা সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে টানা তৃতীয় বারের মতো এই সনদ অর্জন করলো আইএফআইসি ব্যাংক।
অতি সম্প্রতি (গত ১৮ নভেম্বর ২০২৪) পুরান পল্টনস্থ আইএফআইসি টাওয়ারে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফার কাছে এ সংশ্লিস্ট সনদপত্রটি তুলে দেন বাংলাদেশে পিসিআই-ডিএসএস এর মূল্যায়নকারী
প্রতিষ্ঠান এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালটেন্টস (ইআইসি)-এর প্রধান নির্বাহী মশিউল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো মনিতুর রহমান, হেড অব অপারেশন্স জনাব হেলাল আহমেদ, হেড অব আইটি জনাব মো নাজমুল হক তালুকদারসহ আইএফআইসি ব্যাংক ও ইআইসি এর উর্ধ্বতন কর্মকর্তারা।