বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:২৯ অপরাহ্ন

ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশনকে (ইসি) সংবিধান ও আদালতের মাধ্যমে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু এই অগাধ ক্ষমতা প্রয়োগে সমস্যা ছিল। এ সমস্যা দূর করতে হবে। গতকাল বুধবার (২০ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংস্কার কমিশনের সঙ্গে ইসি সচিব শফিউল আজিমের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধিদলের মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ইসি সচিবের নেতৃত্বে কর্মকর্তাদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি। উনারা আগে নির্বাচন করেছেন, ভবিষ্যতেও করবেন। উনারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। কী বিষয়ে আমাদের মনোযোগ এবং অগ্রাধিকার দেওয়া দরকার, সে মতামত নিয়েছি আমরা। খুব ভালো আলোচনা হয়েছে। উনারা অনেকগুলো বিষয়ে আলোকপাত করেছেন। সুস্পষ্ট বিষয়গুলো আমাদের লিখিতভাবে দেবেন তারা। আলোচনা ফলপ্রসূ হয়েছে।
সুজন সম্পাদক বলেন, কমিশনের আইন-কানুন, বিধি-বিধানগুলো আরও শক্তিশালী করা দরকার এবং কমিশনের কার্যকারিতা কীভাবে বাড়ানো যায়, সেসব ব্যাপারে পরামর্শ ছিল। মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ যারাই নির্বাচনে দায়িত্ব পালন করে তারা যেন আরও সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে, সেসব বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, একটি বিষয় সুস্পষ্টভাবে এসেছে। আমাদের আইন-কানুন ও বিধি-বিধানের কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো দূর করা দরকার। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো প্রয়োগ। নির্বাচন কমিশনকে সংবিধান ও আদালতের মাধ্যমে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে। ‘আপিল বিভাগের একটা রায়ে বলা হয়েছে, নির্বাচন কমিশনের অন্তর্নির্হিত ক্ষমতা আছে। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের খাতিরে তারা বিধি-বিধানের সঙ্গে সংযোজনও করতে পারে। অগাধ ক্ষমতা দেওয়া ছিল, তবে এটা প্রযোগের সমস্যা ছিল। এই সমস্যাটা দূর করতে হবে’- বলেন সংস্কার কমিশনের প্রধান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com