পুরো বিশ্বেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নানাভাবে প্রতারিত হচ্ছেন। হ্যাকাররা নানাভাবে ফাঁদ তৈরি করছে প্রতারণার। ব্যবহারকারীরা এসব ফাঁদে পা দিয়ে অর্থ তো বটেই মানসম্মানও খোয়াচ্ছেন।
তবে এবার অনলাইন দুর্নীতি আটকাতেই বড়সড় পদক্ষেপ নিলো মেটা। ২০ লাখেরও বেশি অ্যাকাউন্ট মুছে দিল তারা। আর এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য ‘পিগ বুচারিং’ কেলেঙ্কারির মোকাবিলা করা।
২০২৩ সালের এক রিপোর্টে বলা হয়েছে, অন্তত ৩ লাখ মানুষ এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। সব মিলিয়ে এক বছরে ৬৪ বিলিয়ন ডলার খুইয়েছেন তারা। গত ২
বছর ধরে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মেটা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও আইনি সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে তদন্ত চালিয়ে তারা জানতে পেরেছে কম্বোডিয়া, লাওস ও মায়ানমারের এক বিরাট গ্রুপ রয়েছে এর পেছনে। অবশেষে এই কেলেঙ্কারি রুখতে বন্ধ করে দেওয়া হলো ২০ লাখেরও বেশি অ্যাকাউন্ট।
অনলাইনে প্রতারণা রুখতে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছে সতর্ক থাকার। অনলাইনে অনেক সময় অপরিচিত ব্যক্তিও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতে থাকে। মিষ্টি কথায় ভুলিয়ে এভাবেই ফাঁদ পাতে তারা। তাই এই ধরনের ফাঁদ থেকে বাঁচতে অচেনা মানুষদের সঙ্গে অনলাইনে যোগাযোগের সময় বাড়তি সতর্ক থাকুন। কোনো ধরনের সন্দেহ হলেই রিপোর্ট করুন প্রোফাইলটি।
রিয়েলমির নতুন ইয়ারবাডে যেসব সুবিধা পাবেন
সূত্র: সিনেট