শুনতে অবাক লাগলেও বিষয়টি সত্য। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া জেলে পল্লীতে এক টাকায় এক বেলার খাবার খেলো ৩ শতাধিক শিশু। শনিবার (৩০ নভেম্বর) জেলেপল্লীতে স্বেচ্ছাসেবী সংগঠন হাতেখড়ি ফাউন্ডেশন দরিদ্র, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ আয়োজন করা হয়। এদিন শিশুদের নিয়ে বিভিন্ন খেলা-ধুলা ও বিভিন্ন বিনোদনমূলক কর্মসূচির আয়োজন করে এ সংগঠনটি। এতে প্রধান অতিথি ছিলেন, সমাজসেবক এ আর মামুন খান। বিশেষ অতিথি ৯৬ নং খেতাছিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল রশিদ মোল্লা, মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ। সংগঠনের সভাপতি সজীব মিত্র এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ হালদার, সহ-সভাপতি আবিদ হাসান, সদস্য মোঃ রাব্বি, নাবিলা আক্তার, রোহিত সহ বিভিন্ন নেতৃবৃন্দ। শিক্ষক আব্দুল রশিদ মোল্লা বলেন, পিছিয়ে পড়া জেলেপল্লী শিশুদের নিয়ে হাতেখড়ি ফাউন্ডেশন সংগঠনটি যা করল, তা এলাকায় ইতিহাস হয়ে থাকবে। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ জানান, জেলে পল্লীর শিশুদের আমরা এক টাকার বিনিময় খাবার দিচ্ছি কারণ, তারা যেন কখনো ভাবতে না পারে যে খাবার বিনা মূল্যে পেয়েছে। এই টাকাটা নেওয়ার জন্য তারা অনুভব করবে খাবার কিনে খাচ্ছে।তিনি আরও বলেন, শিশুদের মানসিক বিকাশের জন্য প্রীতি ফুটবল ম্যাচ, গ্রামীণ খেলাধুলা এবং উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজন করি। যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ গ্রহণ করেন। গান, নাচ, যেমন খুশি তেমন সাজোর পাশাপাশি দৌড় প্রতিযোগিতা, মোরগ লড়াই, মিউজিক্যাল চেয়ারের মতো মজার খেলায় অংশ নেয় শিশুরা। এতে তারা বেশ আনন্দ পেয়েছে। প্রধান অতিথি এ আর মামুন খান বলেন, হাতেখড়ি ফাউন্ডেশন সংগঠনটি দীর্ঘদিন ধরে জেলেপল্লীর শিশুদের নিয়ে কাজ করে আসছে। তারা শিশুদের মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতেও কাজ করছে। এ অনুষ্ঠানে যুক্ত হতে পেরে নিজেকেও ভাগ্যবান মনে হচ্ছে। উল্লেখ্য- ২০১৮ সাল থেকে হাতেখড়ি ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনটি উপকূলীয় পিছিয়ে পরা শিশুদের নিয়ে কাজ করে আসছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজ করে আসছেন।