মানবাধিকার রক্ষা ও দূর্নীতি প্রতিরোধ নাগরিক ময়মনসিংহের তারাকান্দা উপজেলা শাখার ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি রবিবার (৮ ডিসেম্বর) সন্ধায় প্রেসক্লাবে গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি ড. প্রফেসর মোখলেছুর রহমান ও সাধারন সম্পাদক রাকিব তালুকদার এবং কার্যকরী সভাপতি ছায়াদুল ইসলাম মন্ডল, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মিজানুর রহমান মুন্সি, শহিদুল ইসলাম মন্ডল, আবুল বাশার বাদশা, আমির হাসান স্বপন, পাভেল মন্ডল, আশরাফুল আলম, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম প্রকাশ, সেলিম তালুকদার ও মো: রুহুল আমিন কে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর প্রশাসনের বিভিন্ন দপ্তরকে অবহিত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।