ময়মনসিংহের সদর উপজেলার চর হরিপুর গজারিয়া বিলের অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করায় কয়েক হাজার জমির ফসল বিনস্ট হচ্ছে । এর প্রতিবাদে গতকাল শনিবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অবিলম্বে বাঁধ কেটে পানি নিষ্কাষন করে জলাবদ্ধতা দুরীকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসি। এ সংবাদ সম্মেলন সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কতিপয় ভূমি দস্যু সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর গ্রামের ৩৮ একর খাস জমির গজারিয়া বিলে বাঁধ দিয়ে পুকুর তৈরী করে মাছ চাষ করছে। এতে চর হরিপুর, চর আলালপুর, চর বড়বিলা ও বাজিতপুরের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি করছে। চলতি মৌসুমে কয়েক হাজার একর জমির আমন ধানসহ শবজি চাষ বিনষ্টের পাশাপাশি জনসাধারণের ভোগান্তি চরমে পৌঁছেছে। জলাবদ্ধতা দুরীকরণে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসুচী পালন করা হয়েছে। এই জলাবদ্ধাতার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। কিন্তু এ ব্যাপারে প্রশাসন এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সংবাদ সম্মেলনে মাছ চাষের জন্যে অবৈধভাবে সরকারি বিলের লিজ বাতিলের দাবিসহ অবিলম্বে জলাবদ্ধতা দুরীকরণে ৬ দফা দাবি জানানো হয়েছে। দাবী গুলো হচ্ছে সরকারী সম্পত্তি ভুয়া ভ’মিহীন সেজে ভোগ দখল করে মাছ চাষ ,খামার তৈয়ারী করে জলাবদ্ধতা সৃস্টি করে কয়েক হাজার কৃষকের ৫০হাজার মন ধান উৎপাদন ক্ষতিগ্রস্থ করছে ,পুরোনো খাল পানি অপসারনের জন্য খুলে দিতে হবে। পানি নিষ্কাসনের নামে মানুষের ব্যত্তিগত সম্পত্তি বিনষ্ঠ করে প্রজেক্ট চাই না। অবৈধ ভাবে লিজ নেয়া বাতিল করতে হবে ,খাস জমি ধনবান ব্যত্তিদের কাছ থেকে উদ্ধার করতে হবে ,সরকারী সম্পতি সরকারে কাছে ফেরত দেবার আদেশ দিতে হবে। সংবাদ সম্মেলনে এলঅকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জেসমিন আক্তার পলি, হাবিবুর রহমান, মোফাজ্জল হোসেন, ইউপি সদস্য আশরাফুজ্জামান রতন প্রমুখ।