সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়নে ফুলপুরে ১০জন ভিক্ষুককে পুনর্বাসন সহায়তা দেয়া হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে সোমবার এ সহায়তা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান, কৃষি কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, পিআইও আশীষ কর্মকার প্রমুখ। অনুষ্ঠানে ১০ জন উপকারভোগীর মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে নগদ টাকা, গরু-ছাগল, রিকশা, ভ্যানগাড়ী ও মুদি দোকানের সরঞ্জাম প্রদান করা হয়েছে।