গতকাল (বুধবার) এলিগ্যন্ট গ্রুপের সুয়েটার ফ্যাক্টরি ক্যাসিওপিয়া সোয়েটারস লিমিটেড এর কর্মকর্তারা ছুটিতে থাকা শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বেতন-ভাতা পরিেশাধ করে অনন্য অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। করোনাভাইসের কারণে সরকার ঘোষিত ছুটির কারণে ফ্যাক্টরি বন্ধ আছে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে শ্রমিকরা গাজীপুরের হোতাপাড়ায় অবস্থিত নিজ নিজ বাসা,বাড়ি এবং মেসে অনেকটা লকডাউন অবস্থায় আছেন। এমন পরিস্থিতিতে তারা যেন বেতন-ভাতার অভাবে অর্থ কষ্টে না পড়েন, তাই এলিগ্যান্ট গ্রুপের মালিক ও কর্মকর্তারা শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে মাসিক বেতনের টাকা তুলে দেন এবং তাদের খোঁজ -খবর নেন। বিশ্লেকরা মনে করেন প্রত্যেক শিল্পমালিক এমন শ্রমিকবান্ধব ভূমিকা পালন করলে শুধু মালিক-শ্রমিক সম্পর্কেরই উন্নয়ন হবে না, উৎপাদন বৃদ্ধিতে তা গুরুত্ব বয়ে আনবে।-এইচ আর/ খবরপত্র