বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
সিলেটে ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা তারাকান্দায় তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণ কয়রার উত্তর বেদকাশীতে কৃযকদলের কৃষক সমাবেশ ঝিনাইগাতীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা কেশবপুরে তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে শোকজ শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার শ্রেণি কার্যক্রম উদ্বোধন উপলক্ষে মতবিনিময় আধুনিক চাষাবাদে হারিয়ে যাচ্ছে আখ চাষ গঙ্গাচড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কমিটির দায়িত্ব গ্রহণ ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক

খবর লুকিয়ে পড়শী বললেন বিব্রত, আনন্দিতও

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

চুপিচুপি বিয়ে করেছেন সংগীততারকা সাবরিনা পড়শী। সে খবর দিব্বি লুকিয়ে রেখেছিলেন প্রায় বছর খানেক। হঠাৎ খবরটি জানাজানি হওয়ায় অবশেষে সবাইকে সে কারণ ব্যাখ্যা দিয়েছেন এই তরুণ কণ্ঠশিল্পী।
পড়শীর বর হামিম নীলয় যুক্তরাষ্ট্র প্রবাসী। গত বছরের ৪ মার্চ ঢাকায় বেড়াতে এলে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’-এ তাদের পরিচয় ও চেনাজানা। সে প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পড়শী জানিয়েছেন, ‌আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। ‍জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি, এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে। খবর লুকিয়ে পড়শী বললেন বিব্রত, আনন্দিতওসাবরিনা পড়শী। ছবি: সামাজিক মাধ্যম থেকে বিয়ের খবর লুকিয়ে রাখার ব্যাখ্যা দিয়ে পড়শী জানান, ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করবো! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি। সে প্রসঙ্গে পড়শী আরও লিখেছেন, যেহেতু আমরা দুজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও। পড়শীর বিয়ের অনুষ্ঠান হবে কবে? সে প্রসঙ্গে এই শিল্পী জানিয়েছেন, সব ঠিক থাকলে শিগগিরই নীলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন। খবর লুকিয়ে পড়শী বললেন বিব্রত, আনন্দিতওহামিম নীলয়। ছবি: সামাজিক মাধ্যম থেকে
এক যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন নীলয়। ২০০৮ সালে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’ এ অংশ নেন তিনি। তার দেশের বাড়ি টাঙ্গাইল। ওই প্রতিযোগিতায় সেরা দশে জায়গা করে নেন তিনি। সেসময় ‘রঙের দুনিয়া তোরে চাই না’, ‘তুমি যদি বলো’, ‘মনের দুঃখ মনে রইল’ কিংবা ‘সোয়াচান পাখি’ গানগুলো কাভার করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। প্রতিযোগিতার সেরা ছয় পর্যন্ত টিকেছিলেন নীলয়। ওই আসরে চ্যাম্পিয়ান হয়েছিলেন পড়শী। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে নতুন গান প্রকাশ করেন নীলয়। তার গাওয়া ‘তোমার জন্য’ শিরোনামের নতুন গানটির কথা, সুর ও সংগীতায়োজনও তিনি করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com