বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
সিলেটে ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা তারাকান্দায় তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণ কয়রার উত্তর বেদকাশীতে কৃযকদলের কৃষক সমাবেশ ঝিনাইগাতীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা কেশবপুরে তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে শোকজ শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার শ্রেণি কার্যক্রম উদ্বোধন উপলক্ষে মতবিনিময় আধুনিক চাষাবাদে হারিয়ে যাচ্ছে আখ চাষ গঙ্গাচড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কমিটির দায়িত্ব গ্রহণ ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক

নড়াইলে জনপ্রিয়তা পাচ্ছে রিলে পদ্ধতিতে সরিষা চাষ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

জেলার ৩টি উপজেলায় জনপ্রিয়তা পাচ্ছে রিলে পদ্ধতিতে সরিষা চাষ।বিদ্যমান শস্য বিন্যাসের এ পদ্ধতিতে সরিষা চাষ অর্ন্তভূক্ত করার ফলে দুই ফসলী জমিতে তিন ফসলী আবাদে রুপান্তরিত হয়েছে।
জেলা সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান বাসসকে জানান, সদর উপজেলার ১৩টি ইউনিয়নে চলতি মওসুমে ২হাজার ৫২০ হেক্টর জমিতে রিলে পদ্ধতিতে সরিষার আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ১ হাজার হেক্টর বেশি। সদর উপজেলার বীড়গ্রাম, দেভোগ, চাঁচড়া, আফরা, বাঁশগ্রাম, শাহাবাদ এলাকাসহ প্রায় প্রতিটি ইউনিয়নে রিলে পদ্ধতিতে সরিষার আবাদ হয়েছে। বারি সরিষা-১৪,১৭ জাত এবং বিনা সরিষা ৪ ও ৯ জাতের চাষ বেশি হচ্ছে রিলে পদ্ধতিতে। রিলে পদ্ধতি হলো রোপা আমন ধান কাটার ১০-১৫ দিন পূর্বে পাকা ধানের জমিতে সরিষার বীজ ছিটিয়ে সরিষার চাষ শুরু করা। এক্ষেত্রে পাকা ধান কাটার পর ওই ক্ষেত্রে সরিষার বীজ গজিয়ে কিছুটা বড় হয়ে যায় এবং সরিষার পরিচর্যা শুরু হয়। ৮০ থেকে ৮৪ দিনের মধ্যে রিলে পদ্ধতির সরিষা কাটার উপযোগী হয় বলে তিনি জানান।
সদর উপজেলার বীড়গ্রামের কৃষক রেবন্ত বিশ্বাস জানান, তিনি চলতি মওসুমে ৩ একর জমিতে রিলে পদ্ধতিতে সরিষার চাষ করেছেন। তার জমিতে সরিষার আবাদ ভালো হয়েছে। ফলনও ভালো হবে তিনি আশাবাদী।
গোপালপুর গ্রামের কৃষক টুকু মিয়া জানান, দুই ফসলী জমিতে তিন ফসল চাষ করতে গত দুই বছর তিনি রিলে পদ্ধতিতে সরিষার চাষ করে আসছেন।
সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে বাতাসে দোল খাচ্ছে রিলে পদ্ধতিতে চাষ হওয়া হলুদ সরিষা ফুল। হলুদের আভায় ছড়িয়ে থাকা সরিষার ক্ষেতগুলো দেখতে প্রকৃতি প্রেমীরা সকাল-বিকাল ভিড় করছেন। কৃষি প্রণোদনা পাওয়ায় এবং এ বছর বীজ বপনের সময় আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার আবাদ ভালো হয়েছে। তাই কৃষি কর্মকর্তা ও কৃষকরা বাম্পার ফলনের আশা করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় চলতি মওসুমে সরিষার চাষ বেড়েছে। জেলার ৩টি উপজেলায় ১৩ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এ চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার ৩৪৮ হেক্টর জমিতে। তবে বিগত বছরের তুলনায় এবার ৪৬২ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ বেড়েছে। গত বছর সরিষার আবাদ হয়েছিল ১২ হাজার ৮৮৮ হেক্টর জমিতে।
চলতি মওসুমে উপজেলাওয়ারী সরিষার চাষ হয়েছে, নড়াইল সদর উপজেলায় ৪হাজার ৪৩০ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় ৫হাজার ৩৬০ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ৩ হাজার ৫৬০ হেক্টর জমিতে। চাষ হওয়া জমিতে ১৭ হাজার ৯৯৩ মেট্রিক টন সরিষা উৎপাদনের সম্ভবনা রয়েছে বলে বাসস’কে জানান উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিপু মজুমদার। এদিকে, সরিষা ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে মাঠ।
মৌচাষীরা সরিষা ক্ষেতে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন। হলুদ আবরণে ঢাকা সরিষার ক্ষেত প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্যে শোভা ছড়াচ্ছে।
একাধিক সরিষা চাষী বাসসকে জানান, গত বছর আশানুরূপ দাম পাওয়ায় এবং কৃষি বিভাগ সরিষা চাষে প্রণোদনা দেওয়ায় চলতি মওসুমে কৃষকেরা সরিষা চাষে আগ্রহী হয়েছেন। এ বছর জেলায় গত বছরের তুলনায় বেশি জমিতে সরিষার চাষ করেছেন তারা। প্রতি মণ সরিষার বাজার দর ৩ হাজার ২শ টাকা থেকে ৩হাজার ৩শ টাকা।
কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান আরও জানান, মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা সরিষা চাষীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। উন্নত জাতের সরিষার চাষ ও আবাদ বাড়াতে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে।রিলে পদ্ধতিতে রোপা আমন ধানের সাথে সরিষার চাষ অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি।ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় রোপা আমন ধানের সাথে সরিষার রিলে চাষ প্রযুক্তিটি ব্যাপকভাবে প্রসারিত হচ্ছে। কম খরচ ও কম পরিশ্রমে সরিষা চাষ করতে পারেন কৃষকেরা।
বর্তমানে সরিষা চাষ কৃষকের কাছে লাভজনক ফসলে পরিণত হয়েছে। সরিষা চাষে শস্যের নিবিড়তা বৃদ্ধি পায়।এখানকার উৎপাদিত সরিষার তেল দেশের ভোজ্য তেলের চাহিদা পূরণেও বড় ভূমিকা রাখবে বলে তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com