বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
সিলেটে ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের শিক্ষা: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা তারাকান্দায় তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মাঝে শীতবস্ত্র বিতরণ কয়রার উত্তর বেদকাশীতে কৃযকদলের কৃষক সমাবেশ ঝিনাইগাতীতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলা উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা কেশবপুরে তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলার উদ্বোধন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে শোকজ শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসার শ্রেণি কার্যক্রম উদ্বোধন উপলক্ষে মতবিনিময় আধুনিক চাষাবাদে হারিয়ে যাচ্ছে আখ চাষ গঙ্গাচড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন কমিটির দায়িত্ব গ্রহণ ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক

শিল্প সমৃদ্ধ মাধবদী ও শেখেরচর-বাবুরহাটকে পাশ কাটিয়ে ছয় লেনের বাইপাস সড়কের পরিকল্পনা বাতিলের দাবি

নরসিংদী প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে নির্মিতব্য ৮ কিলোমিটারের বাইপাস সড়কের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছেন মাধবদীবাসী। এনিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে মাধবদী বাজারে এলাকাবাসীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে মাধবদী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিল্প সমৃদ্ধ নরসিংদী জেলার প্রাণ কেন্দ্র হলো মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজার। সমস্ত বাংলাদেশসহ এশিয়ার সর্ববৃহ কাপড়ের চাহিদার প্রায় ৭৫ শতাংশ মাধবদী ও শেখেরচর অঞ্চল থেকে পূরণ করা হয়। ১৮৫০ সালে মাধবদী বাজার এবং ১৯৩৫ সালে শেখেরচর (বাবুরহাট) বাজার গড়ে ওঠে। ব্রহ্মপুত্র নদের তীর ঘেষে গড়ে ওঠা এ দুটো বাজার ইতোমধ্যে বাংলাদেশে ব্যাপক সমৃদ্ধি পেয়েছে। এ দুটো বাজারে সমস্ত বাংলাদেশের পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা ঢাকা-সিলেট মহাসড়কের রাস্তা দিয়ে চলাচল করে থাকে এবং কেনা-বেচার জন্য যাতায়াত করে। মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানে নিয়োজিত রয়েছে প্রায় ১০ লক্ষাধিক শ্রমিক। ব্যবসা-বানিজ্য সমৃদ্ধির ফলে মাধবদী বাজারে রয়েছে প্রায় শতাধিক ব্যাংক, বীমা, এনজিও প্রতিষ্ঠান। বক্তারা বলেন, প্রতি সপ্তাহে শেখেরচর (বাবুরহাট) বাজারে লেনদেন হয় ৫ হাজার কোটি টাকার অধিক। সরকারকে এই এলাকা থেকে সর্বোচ্চ রাজস্ব দেয়া হয়। একটি কু-চক্রি মহল ঐতিহ্যবাহী মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজারকে ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য সরকারের একটি মহলকে ভুল তথ্য দিয়ে অধিক অর্থ ব্যয় করে কৃষি সমৃদ্ধি দেশের ৪ ফসলি (উর্বর ফসলি) জমি নষ্ট করে সরকারি তহবিলের তিন গুন অর্থ বেশি ব্যয় করার পায়তারা করছে। ফলে সরকার যেমন আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে, তেমনি মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজার হারাবে তাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পুরাতন মহাসড়কের পাশে নতুন বাইপাস করতে যে পরিমাণ জমি প্রয়োজন সে পরিমান জমি হাইওয়ের রয়েছে। এতে সরকারের শত শত কোটি টাকা বেঁচে যাবে। তাই মাধবদীবাসীর দাবী নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার শিমুলতলা থেকে নরসিংদীর পাঁচদোনা বাইপাস প্রকল্প বাতিল করে মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) হয়ে পাঁচদোনা মহাসড়ক প্রসস্ত করে মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজার রক্ষা করার জন্য। সংবাদ সম্মেলনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি দাবি না মানে তবে মাধবদীবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মাধবদী আর্থ সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আফজাল হোসেন, সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা, মাধবদী-শেখেরচর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, শাহজাহান হোসেন নয়ন, সাদেকুর রহমান গাজী প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com