গঙ্গাচড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কালব কার্যালয়ে কমিটির নির্বাচিতদের শপথ পাঠ করান উপজেলা সমবায় অফিসার ও অন্তর্বতী কমিটির চেয়ারম্যান মো. আবতাবুজ্জামান চয়ন। পরে কমিটির সদস্য দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত কমিটির চেয়ারম্যান মো. আখেরুজ্জামান মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, কমিটির সাবেক চেয়ারম্যান ওয়ারেছ আলী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা ও উপজেলার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁদ, নব-নির্বাচিত কমিটির ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, সেক্রেটারী আব্দুল মুত্তালিব মিঠু, ট্রেজারার নাজির হোসেন ফারুক, ডিরেক্টর অশোক কুমার রায়, জামিনুর রহমান, সাবেক ডিরেক্টর আব্দুর রউফ। শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় সভায় শিক্ষকবৃন্দ ও কালব এর কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।