বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারাকান্দায় শীতার্তদের মাঝে (কম্বল) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জানা গেছে,তারাকান্দা উপজেলার ৩নং কাকনী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে বাগুন্দা মধ্যপাড়া গ্রামে বিএনপির মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,আবু হানিফ,রাকিব তালুকদার,ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আতাহার তালুকদার রিপন,চান মিয়া,তারাকান্দা উপজেলা যুবদল নেতা রুবেল আকন্দ,তারাকান্দা উপজেলা ওলামা দলের আহবায়ক আতিকুল ইসলাম,জাসাস সভাপতি মাজেদুল হক আকন্দ ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ফাহিম। মতবিনিময় সভা মো: আবু ইসহাকের সভাপতিত্বে ও তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এইচ.এম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতা বকুল মন্ডল,ফারুক মিয়া,শাহজাহান, যুবদল নেতা মামুন,সাদ্দাম,ছাত্রদলের নেতা হাসনাত প্রমুখ।