ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণপুর ইউনিয়ন কৃষক দলের আহবায়োক গাউস মাতব্বর (সুমন)। বাংলাদেশের সংখাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অনিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মোরাদ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক মুন্সী জহুরুল, সোয়েব হোসেন মোঃ জাহিদুর রহমান, সদরপুর উপজেলা কৃষক দলের আহবায়োক ফজলুর রহমান বাবুল, সদস্য সচিব আসাদ মৃধা, জেলা ছাত্র দলের সহ-সভাপতি নাজমুল হাসান রাজু, সাবেক ছাত্র নেতা রাজিবুল হক রুমি, সদরপুর উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ইমরান মাহমুদ, ফরিদ হোসেন, হারুন শেখ প্রমুখ। এ সময়ে কৃষ্ণপুর ইউনিয়নের সকল ওয়ার্ডের বিপুল সংখক কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন। বক্তারা সকল কৃষকদের ঐক্যবদ্ধ হয়ে কৃষক দলকে এগিয়ে নিতে সকল নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।