নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নে হতদরিদ্র পরিবারের সদস্যের মাঝে রবিবার ১৯ জানুয়ারি শীত বস্ত্র বিতরণ করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এপি। এতে ওয়ার্ল্ড ভিশন এপির কর্ম এলাকার ১৫৪ জন শীতার্ত বয়স্ক, প্রতিবন্ধী, ও শিশুদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপি শ্তিফান রিনো নাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ সরকার এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এসিও সিনিয়র ম্যানেজার অনুকুল চন্দ্র বর্মন এবং গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য নীলফামারী সদর উপজেলায় ওয়ার্ল্ড ভিশন নীলফামারী এপির কর্ম এলাকায় সর্বমোট ৫৪১টি পরিবারের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।