সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
পুঁইশাক চাষে সফল সুফিয়া, আগ্রহী হচ্ছে অন্য কৃষকরাও অতিরিক্ত টোল আদায় করলেই ইজারা বাতিল-ভোলায় উপদেষ্টা সাখাওয়াত কৃতি ফিরোজীকে বাঁচাতে সাভারে চ্যারিটি কনসার্ট আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই-আব্দুল আউয়াল মিন্টু জলঢাকায় গণঅধিকার পরিষদের গণসমাবেশ সোনারগাঁওয়ে মাসব্যাপি লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৮৯তম জন্মদিন উপলক্ষে আগৈলঝাড়া বিএনপি’র উদ্যোগে আনন্দ র‌্যালি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্তুদের অবস্থান কর্মসূচি জামালপুর পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে কম্বল বিতরণ ভুট্টা চাষে দেশের শীর্ষে চুয়াডাঙ্গা: ৫৯,৬৫৬ হেক্টর জমিতে আবাদ

হাড় কাঁপানো শীতে কম্বল পেয়ে খুশি তারা

আলতাফূর রহমান আলতাফ লালমনিরহাট
  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

৭০ বছর বয়সী আমেনা বেওয়া শরীর বয়সের ভারে নুয়ে পড়েছে। চোখেও ঠিকমতো দেখতে পান না। নাতিকে সঙ্গে করে দুপুরে তিনি এসেছিলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আর এম এম পি স্কুল মাঠে। শীতে কাঁপতে কাঁপতে আমেনা বেওয়া বলেন, ‘বয়স হয়ে গেছে, কাজকর্ম করতে পারি না। ছেলের সংসারে আছি। ছেলের আয় রোজগারও কম। কোনোমতে চলতেছি। ঠান্ডার কাপড় কিনার টাকা কই। একজন একটা স্লিপ দিয়ে বলল, এইটা দেখালি কম্বল দিবে। খুব উপকার হলো কম্বলটা পেয়ে। উপজেলার তুষভান্ডার আর এম এম পি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৫ হাজার ৭০০ জন অসহায় দরিদ্র ও শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন-উপজেলা নির্বাহী অফিসার সিপাত আনোয়ার তুমপা ষাটোর্ধ্ব রহিমা বেগম বলেন, কনকনে শীতে ঝুপড়ি ঘরে থাকা যায় না, চারপাশ দিয়ে শীতের বাতাস ঢোকে। তাই কোনোরকম রাত পার করে থাকি। কষ্টের যেন শেষ নেই। আমরা শীতের গরম কাপড় কিনতে পারি না। এই কম্বল পেয়ে খুব অনেক অনেক খুশি। তার মতো আব্দুর গফুর বলেন, এই শীতে একটি কম্বল যে কত দরকার তা একমাত্র শীতে কষ্ট পাওয়া মানুষগুলোই ভালো জানে। শীতের রাতে খুব কষ্ট করে রাত পার করছিলাম। আজ কম্বল পেয়ে চিন্তা মুক্ত হলাম, নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারব। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। অনেকে খোলা আকাশের নিচে রাত কাটায়। তাদের শীত নিবারণের কোনো ভালো ব্যবস্থা থাকে না। এজন্য উপজেলায় এবার ৫ হাজার ৭০০ জন অসহায়, দুস্থ ও দরিদ্রদের তালিকা করা কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবৃন্দ সহায়তা করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com