শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে দোয়া ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে ওয়ার্ড বিএনপি। শহরের পুরাতন বাইপাস মোড়ে ৭ নং ওয়ার্ড বিএনপি এ কম্বল বিতরণের আয়োজন করে। ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরুণ হাসান কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ’র সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি (ময়মনসিংহ বিভাগীয়) সহ- সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা এই বাংলাদেশকে আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছি। আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে যতদূত সম্ভব এই বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা খুব জরুরি। ইতি মধ্যে আমরা লক্ষ করছি যে স্বৈরাচারের প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আজকে আওয়ামী লীগ, আবার নতুন করে বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত করছে। সেই চক্রান্তের বিরুদ্ধে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐকবদ্ধ থাকার আহবান জানান তিনি। কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান হীরা, জাহিদ হোসেন জনি, শহর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন সাজু, ৭ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ফিরোজ হাসান লাল, জেলা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি নেছার উদ্দিন নিশা, সাধারণ সম্পাদক মানিক শেখ, জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক নাজমুল হক খান সুমন, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান মানু প্রমুখ। এসময় প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।