জনতার অধিকার আমাদের অঙ্গীকার এ প্রতিপাদ্য কে সামনে রেখে ২৪ এর গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণ এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে নীলফামারী জলঢাকায় গণঅধিকার পরিষদ এর গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ গনসমাবেশ অনুষ্ঠিত হয়। গণঅধিকার পরিষদ (জিওপি) সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ ও সাবেক ভিপি (ডাকসু) সভাপতি নুরুল হক নুর। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। বর্তমান সরকার আন্দোলনের মধ্যদিয়ে গঠিত সরকার, এই সরকারের উপর নির্ভর করবে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। ফ্যাসিবাদ আওয়ামী লীগের মত আমরা আর কোন দখলদার, চাঁদাবাজ, ভোট চোর ও দেশের টাকা বিদেশে পাচারকারি এরকম কোন সরকার বাংলাদেশে দেখতে চাইনা।আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক, ডাক্তার এবং প্রশাসনকে হতে হবে জন বন্ধব। দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। দেশ ও সমাজের জন্য যারা কাজ করবে সে যে দলেরই হোক না কেন আপনারা আপনার এলাকায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন এলকার উন্নয়নের জন্য। এসময় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র (জিওপি) মোঃ ফারুক হাসান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ (জিওপি), জলঢাকা উপজেলা শাখার সভাপতি মোঃ তাইজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ (জিওপি) সদস্য উচ্চতর পরিষদ মোঃ হানিফ খান সজিব, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ (জিওপি) সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মোঃ মাসুদ মোন্নাফ, গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সমন্বয়ক ও সহ-দপ্তর মোঃ ইব্রাহীম খোকন,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও সভাপতি মোঃ বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এরশাদুল হক, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মামনুর রশিদ, ছাত্র অধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম শিশির, গণঅধিকার পরিষদের (জিওপি) জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,জেলা শাখা ও বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক মুন্না, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি মোঃ এ.কে উদার সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল মতিন (স্বাধীন)।