ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শোচনীয়ভাবে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সাথে কোন দ্বন্দ্ব নাই বলে জানিয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আউয়াল মিন্টু। তবে দলটি ক্ষমতায় থাকাকালীন সময়ে এর যে সকল লোক হত্যা, খুন, গুম ও নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের শাস্তি দাবি করেছেন তিনি। কিন্তু যারা অন্যায় করে নাই, তাদের বিরুদ্ধে বিএনপি’র কোন অভিযোগ নাই বলেও জানান তিনি। রোববার বিকেলে শহরের টাউন ক্লাব এর হলরুমে পিরোজপুরে বিএনপি’র আহবায়ক কমিটির সাথে বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া সম্পর্কে বিএনপি’র এ কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচন করে, তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নির্বাচন করবে। তাতে বিএনপি’র কিছু আসে যায় না। তবে আওয়ামী লীগ সরকারে থাকাকালীন অনেক অন্যায় করেছে। যারা এ অন্যায়ের সাথে জড়িত আমরা তাদের বিচার চাই। এছাড়া গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত থাকার দায়ে ১ হাজার ২০০ নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিতে তিনি বলেন, এছাড়াও অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে। তার তিনি মনে করেন যতটা বিএনপি’র লোকজন করছে, তার থেকে অন্য লোকেরা বেশি বলে। এমনকি বিএনপি’র ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকে এরকম কাজ করে বিএনপি’র নেতাকর্মীদের উপর চাপিয়ে দিতে চেষ্টা করে। তবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি’র স্ট্যান্ডিং কমিটি অত্যন্ত সচেষ্ট। তারা যেকোন মাধ্যমে খবর পাওয়ার সাথে সাথেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নাকি আলাদাভাবে অংশ নিবেন এ বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলেন নাই বিএনপি’র এ নেতা। তবে নির্বাচনের সময় ঘোষণার পর বিএনপি জোট গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিবে বলে জানান তিনি। আর জামায়াতের সাথে বৈরী সম্পর্কের বিষয়ে মিন্টু বলেন, আমাদের সাথে আওয়ামী লীগ কিংবা জামায়াতের কারও সাথে কোন দ্বন্দ্ব নাই। যে যার দলীয় মতাদর্শে পরিচালিত। তবে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দলকে সুসংগঠিত করছে এবং সেই লক্ষ্যে দলটি সর্বত্র সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান এবং মাহাবুবুল হক নান্নু।