শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে ভারতীয় হাইকমিশনের বিশেষ হাতঘড়ি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে বিশেষ সংস্করণের হাতঘড়ি তৈরি করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। ঘড়ির ডায়ালে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্বাক্ষর। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ বিশেষ সংস্করণের তিন ধরনের হাতঘড়ি উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। পরে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। দুই দেশের সম্পর্কের আলোকশিখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর ধারাবাহিকতায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদিতে এসেও দীপ্যমান।’
তিনি বলেন, ‘সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকসহ আঞ্চলিক ইস্যু এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অভিন্ন প্রতিবন্ধকতার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে দুই সরকারপ্রধান কাজ করছেন। ১৯৭৫ পরবর্তী সময়ে গড়ে ওঠা সন্দেহ ও অবিশ্বাসের কৃত্রিম দেয়াল ভেঙে এখন রচিত হয়েছে আস্থা ও সৌহার্দ্যের সেতু।’ তিস্তার পানি বণ্টনের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আলোচনার মাধ্যমে ইতোমধ্যে অনেক অমীমাংসিত সমস্যার সমাধান হয়েছে।’
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ভারতীয় জনগণের কাছেও বীর।’ স্বাধীনতার পর ১৯৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশে প্রত্যাবর্তনের পথে ভারতীয় জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে উষ্ণতা ও ভালোবাসা দেখিয়েছিলেন তা তিনি স্মরণ করেন।
বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘ভারতের বহুজাতিক টাটা গ্রুপের বিখ্যাত ঘড়িনির্মাতা প্রতিষ্ঠান টাইটান ভারতীয় হাইকমিশনের জন্য বিশেষ সংস্করণের ঘড়িগুলো প্রস্তুত করেছে। চমৎকার ঘড়িটি মুজিববর্ষ অর্থাৎ বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে তৈরি করা হয়েছে। তার প্রতি ভারতীয় হাইকমিশনের বিনম্র শ্রদ্ধা এই ঘড়িটি। এটি এই মহান ব্যক্তির স্বপ্নকে অনুধাবন করতে আমাদের সবার ভেতরকার বীরকে অনুপ্রাণিত করবে।’ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসবেন বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com