চট্টগ্রামের ফটিকছড়িতে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো রাঙ্গামাটিয়া সমাজ কল্যান সমিতির আয়োজনে টি-১২ গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্ট। সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকালে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য ও জিয়া আদর্শ একাড়েমি কেন্দ্রীয় পরিষদের সভাপতি কে এম আজম। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও পৌরসভা বিএনপির সদস্য মুহাম্মদ মাহাবুল আলমের সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাধারন সম্পাদক ও পৌরসভা বিএনপির সদস্য মুহাম্মদ হাসান চৌধুরী। মুহাম্মদ রাসেল ও আজমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ ও পাইন্দং ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য এম এ সুজন তালুকদার। সংবর্ধিত অতিথি ছিলেন বিবিরহাট বণিক কল্যান সমিতির সভাপতি সাইয়েদ মুহাম্মদ ইলিয়াছ, সহ সভাপতি শামশুল আলম মেম্বার, সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন মেম্বার, সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক ও অর্থ সম্পাদক খোরশেদুল আলম। উদ্বোধনী খেলায় টিম কুতুব ধুরং ইয়াং সোসাইটিকে পরাজিত করে সেমি ফাইনালের টিকেট নিশ্চিত করে। এসময় টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও পৌরসভা বিএনপির সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম, প্রবাসী মুহাম্মদ মোজাম্মেল হক, মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ এমরান, বিএনপি নেতা আলাউদ্দীন পারভেজ উপস্হিত ছিলেন। টুর্ণামেন্টে সার্বিক সহযোগিতা করেন আদনান, রাকিব, সামির, শামসু, জিহাদ, রিপন, সোহেল। খেলা পরিচালনা করেন মুহাম্মদ দেলোয়ার ও তাহসিন। নক আউট ভিত্তিক এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে।