ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব শায়েখ মাওলানা ছাইয়্যেদ আহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল মাদানী আওলাদে রাসুল (স.) বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন ও নির্যাতনে শিকার হয়েছিল দেশের অসংখ্য আলেম- ওলামায়েকেরামগণ। ইসলাম বিদ্বেষী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের জুলুম অত্যাচার ও নির্যাতন থেকে রেহাই পাইনি ইসলাম প্রিয় সাধারণ মানুষও। ইসলামিক ফাউন্ডেশনে গত ১৭ বছর যারা অনিয়ম করেছেন তাদের তালিকা তৈরি করে আইন অনুযায়ী সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করা হবে। আওলাদে রাসুল বলেন, আমরা মুসলমান আমরা সবাই এক। আলেম নামধারী কিছু লোকের কারণে পুরো আলেম সমাজ লজ্জিত। কওমী হোক আলিয়া হোক দেশের আলেম সমাজকে এক হতে হবে। দেশের আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওলাদে রাসুল (স.) ছাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ভোলার দৌলতখান উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে কুরআন প্রশিক্ষণ কেন্দ্র দৌলতখানের উদ্যোগে মুয়াল্লিম সংবর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলার দিদারুল্যাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন হাজিপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজিপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মহসিন, দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, দৌলতখান মডেল মসজিদের ইমাম মাওলানা ইমাম রেজাউল বোরহানি, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাস্টার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রিনা আক্তার প্রমুখ।