বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোর স্বীকৃতিস্বরূপ কমার্শিয়াল ইম্পরট্যান্ট পার্সন (সিআইপি) নির্বাচিত হওয়ায় সম্মাননা পেলেন ফটিকছড়ি পৌরসভার কৃতী সন্তান দুবাই প্রবাসী মাহমুদ আজম। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে পৌর সদরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার আমীর নাজিম উদ্দীন ইমু। এ সময় ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ মোহাম্মদ মাসুদ, পৌরসভা জামায়াতের সভাপতি জিয়া উদ্দিন রুবেল, শ্রমিক কল্যাণ সভাপতি ইব্রাহিম খলিল, থানা জামায়াতের অফিস সম্পাদক আবু জাফর, যুব ইউনিটের সভাপতি নবীর হোসেন মাসুদসহ জামায়াত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।