বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::

ইন্দুরকানীকে পুনরায় জিয়ানগর নামকরণের দাবীতে জনতার মতামত যাচাই

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলাকে পুনরায় জিয়ানগর উপজেলা নাম করণ দাবীতে জনতার মতামত যাচাই বাছাই করেছেন স্থানীয় সরকার মন্ত্রনালয়। জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন ইন্দুরকানী উপজেলাকে জিয়ানগর নাম পুনরায় দাবিতে উপজেলা ভিবিন্ন স্থানে চলছে মিছিল,পথসভা,সভা সমাবেশ ও গণস্বাক্ষর। সোমবার দিন ব্যাপী পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা প্রশাসক,উপ-পরিচালক স্থানীয় সরকার পিরোজপুর মোঃ আসাদুজ্জামান,ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মোহাম্মদ আলী নেতৃত্বে উপজেলার বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, উপজেলা সভাকক্ষ, ইন্দুরকানী সদর বাজারের ভূমি অফিসের সামনে সহ বিভিন্ন স্থানে ইন্দুরকানীকে পূনরায় জিয়ানগর করার দাবী জনতার মতামত যাচাই বাচাই করে গণস্বাক্ষরে কার্যক্রম করেন। এতে এলাকার পাঁচটি ইউনিয়নের হাজার হাজার লোকজন উপস্থিত হয়ে জিয়ানগর নামকরণ দাবীতে গণস্বাক্ষর করেন। তাদের উপস্থিতিতে জিয়ানগর উপজেলার,ইউনিয়ন পরিষদ ও থানার নাম পরিবর্তন করে জিয়ানগর নাম দাবি জানিয়ে দফায় দফায় মিছিল দিয়ে থাকেন। উল্লেখ্য, তাদের দাবী বিএনপি-জামায়াত ঐক্যজোট সরকারের আমলে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রচেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ২০০২ সনে ২১শে এপ্রিল তৎকালিন ইন্দুরকানী কলেজ মাঠে জনসভায় ইন্দুরকানী থানাকে জিয়ানগর উপজেলা হিসেবে ঘোষণা করেন। দীর্ঘ পনের বছর পরে আওয়ামীলীগ জোট সরকারের আমলে ২০১৭ সালের ৯ জানুয়ারী প্রশাসনিক পুনর্বিন্যাস সক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে উপজেলার নাম জিয়ানগর পরিবর্তন করে ইন্দুরকানী নাম অমুমোদন করেন। পরবর্তীতে তা একই বছরের ৮ই ফেব্রুয়ারী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবয় মন্ত্রানালয়ের স্থানীয় সরকার বিভাগ উপজেলা-১ শাখায় এর গেজেটভুক্ত হয়। কিন্তু এটি প্রতিহিংসা বশত করা হয়েছে।
বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পথসভা বক্তাব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক, উপ-পরিচালক স্থানীয় সরকার পিরোজপুর মোঃ আসাদুজ্জামান, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মোহাম্মদ আলী, বিএনপির আহবায়ক ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, জামায়াতের সাবেক আমির মোঃ হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক হোসাইন, যুবদলের সদস্য সচিব খায়রুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক মোঃ আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জুয়েল রানা প্রমুখ। জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, এই অবহেলিত ইন্দুরকানী থানাকে বেগম খালেদা জিয়া একটি উপজেলা হিসেবে ঘোষণা করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এটি নামকরণ করা হয়। কিন্তু সৈরাচার সরকার প্রতিহিংসা বশত স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের নাম বাদ দিয়ে দেয়। আজ থেকে এই উপজেলাকে আমরা জিয়ানগর হিসেবে চাই। আমরা কিছুদিন আগে জিয়ানগর নাম করনের দাবীতে সরকারের কাছে স্বারকলিপি প্রদান করি। সরকারের প্রতি আহব্বান জানাই জনগনের এই দাবী অচিরেই পুরণ করা হবে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাসুদ জানান, আমরা এই উপজেলাকে পুনরায় জিয়ানগর উপজেলা হিসেবেই চাই। সৈরাচার সরকার বিএনপি জামায়াতের নামে সকল স্থাপনার নাম পরিবর্তন করে তাদের পরিবারের আত্মীয় স্বজনদের নামে নাম করণ করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com