বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::

নড়াইলের মধুরগাতিতে মাদক ও চুরির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

সুলতান মাহমুদ নড়াইল
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের মধুরগাতি ও আশপাশের এলাকায় মাদক, চুরি ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। মাদক,চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নিতে সোমবার বিকেলে মধুরগাতি সাফায়াতের মোড়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিছালী ইউপি চেয়ারম্যান মো: হিমায়েত হোসাইন ফারুকের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তৃতা করেন নড়াইল সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জামিল কবির, মীর্জাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মো: জাহাঙ্গীর আলম, বিছালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: জাহিদ হোসেন, অভয়নগরের শুভরারা ইউপি চেয়ারম্যান মো: জহুরুল ইসলাম, বাগুটিয়া ইউপি চেয়ারম্যান মো: তৈয়েবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান ফকির, বিছালী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: আলীম মোল্যা, চাকই মরিচা-ভবানীপুর চৌরাস্তা বাজার কমিটির সাধারন সম্পাদক মো: ঈসমাইল মোল্যা, ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম সান্টু, বিএনপি নেতা মাষ্টার মফিজুর রহমান, বিছালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: হাফিজুর রহমান, মাজহারুল ইসলাম, জামায়াত নেতা মোখলেসুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল মোল্যা, ইউপি সদস্য সাধন কুমার বিশ^াস, স্থানীয় বাসিন্দা জলিল মোল্যা, সোহেল ফকির, হরিপদ বিশ^াস প্রমূখ। বিছালী ইউপি চেয়ারম্যান মো: হিমায়েত হোসাইন ফারুক বলেন, সাধারন মানুষের জানমাল রক্ষায় আমার ইউনিয়নের মধুরগাতিসহ বিভিন্ন গ্রামে মাদক, চুরি, জুয়াখেলা ও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড দমনে প্রশাসনের সহযোগিতা নিয়ে সর্বাত্মক কাজ করে করে যাচ্ছি।এলাকায় চুরি হওয়া স্যালোমেশিনসহ বিভিন্ন ধরনের ১৭টি চুরির ঘটনা নিজ প্রচেষ্টায় উদঘাটন করতে সক্ষম হয়েছেন তিনি।ক্ষতিগ্রস্থদের পাশে থেকে তাদের সহযোগিতা করার ঘোষনা দেন। এছাড়া মাদকমুক্ত বিছালী ইউনিয়ন গড়তে মাদক কারবারিকে ধরে দিলে পুরষ্কার হিসেবে ১০হাজার টাকা এবং মাদক সেবনকারীকে ধরে দিলে ৫ হাজার টাকা পুরষ্কারের ঘোষনা দেন তিনি। বাল্যবিবাহ প্রতিরোধে মত বিনিময় সভায় শ্রীধরপুর, বাসুয়াড়ি ও ভাটপাড়া পুলিশ ক্যাম্প ইনচার্জগণ, বিছালী ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাসরাত, ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com