গতকাল মঙ্গলবার দুপুরে পূবালী ব্যাংকের সহযোগীতায় দুপচাঁচিয়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান। এসময় উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক দুপচাঁচিয়া শাখা ব্যবস্থাপক এনামুল হক, দুপচাঁচিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহম্মেদ কামরুল হাসান, হিসাবরক্ষণ কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ, প্রধান শিক্ষক মতিউর রহমান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন সহ শিক্ষক-কর্মচারীবৃন্দ। উল্লেখ্য এদিন বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়।