চকরিয়ায় ফুসলিয়ে তুলে যৌতুকের দাবী মেঠাতে ব্যর্থ স্ত্রী ও তার মা’কে ছুরিকাঘাতে খুনের খুনিকে গ্রেফতার করা হলে জড়িত খুনির পিতা আবুল হাসেম ও তার স্ত্রীকে আটক করতে ব্যর্থ হয়েছে পুলিশ। পুলিশের প্রশ্নবিদ্ধ ভুমিকায় ক্ষুব্দ হয়ে মানববন্ধন করেছে চকরিয়ার আপামর জনতাও নিহতের পরিবার। চকরিয়ার বিভিন্ন সামাজিক স্যগঠন, বিএনপি, জামায়াত, ব্যবসায়ি সহ ১০ হাজার নারী- পুরুষ মানববন্ধনে অংশ নেয়। এক ঘন্টার জন্য বন্ধ হয়ে পড়ে মহাসড়কের যান-চলাচল। গত ৩ ফেব্রুয়ারী মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংঘটনের নেতা কর্মিরা। তারা সকল অপরাধীের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দিয়ে দৃষ্টান্ত স্থাপনের জন্য প্রশাসনের প্রতি দাবী জানান। নিহতের পরিবারের কর্তা ব্যবসায়ি ও সাংবাদিক আব্দুল হামিদ জানান, খুনি পবত্রি জুমার নামাজের সময় দুপুর দেড়টায় পুরুষ শুন্য ঘরে ঢুকে এ হত্যা চালিয়েছে। আব্দুল হামিদ খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবী জানান।