মঙ্গলবার, ২১ মে ২০২৪, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
ভোটার উপস্থিতি নিয়ে কমিশন ভাবছে না: ইসি আলমগীর বাণিজ্য প্রতিমন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে লিচুগ্রামে লিচুর খরা ডিপজলের সম্পাদক পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে ভুল তথ্য দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা: ডিএমপি টানা সাত কার্যদিবস পতনে শেয়ারবাজার ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হলেন পরমাণু আলোচক বাঘেরি ইব্রাহিম রাইসির উত্তরসূরি কে এই মোহাম্মদ মোখবের

চকরিয়ার মাতামুহুরীর চর থেকে বালু উত্তোলন অব্যাহত: হুমকীতে ৩ ব্রীজ

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

চকরিয়ার মাতামুহুরীর চর থেকে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। ভ্রাম্যমান আদালতের একাধিক অভিযান-মামলা গ্রেফতারের মধ্যেই অপ্রতিরোধ্যভাবে চলছে এ উত্তোলন ও বিক্রি বাণিজ্য। ফলে আশপাশের জমি সহ হুমকীতে রয়েছে মহাসড়কের চিরিঙ্গা ব্রীজ, বেতুয়া বাজার ব্রীজ ও বাটাখালী ব্রীজ। সরেজমিনে দেখা যায়, চকরিয়া পৌরসভার চিরিঙ্গা ব্রীজ থেকে আমান্যার চর, সাহারবিল মাইজ ঘোনার সংলগ্ন মাতামুহুরী নদীর চরে বালুদস্যুতা চলছেই। এ চরের দুই তীরে ভাঙ্গনের কবলে রয়েছে ঘরবাড়ী সহ শত শত একর মৌসুমী সব্জি ক্ষেত। নদীর চরের মৌসুমী সব্জি ক্ষেতের বুক চিরে বালু উত্তোলন করে বিক্রীতে জড়িত শতাধীক ডাম্পার ট্রাকের আনাগুনা ক্ষেত খামারের জন্য যেমন চরম সাংঘর্ষিক তেমনি সরকার হারাচ্ছে কোটি টাকার রাজস্ব ও। রাজনৈতিক সেল্টারে আধিপত্যবাদী কতিপয় ব্যক্তি আইনের তোয়াক্কা না করে অবৈধ পন্থায় চলছে বালু উত্তোলন। বাণিজ্যিক এ বালি উত্তোলনে হুমকীতে পরিবেশ প্রতিবেশ। চকরিয়ার ভ্রাম্যমান আদালতের একাধিক অভিযানে গ্রেফতকর, অর্থদন্ড সহ মালামাল জব্দের পরও থামছে না বালু দস্যুদের এ দৌরাত্ব। অধিকতর ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বালু উত্তোলনের বিরোদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী সচেতন মহলের। এ ব্যাপারে কাকারা ইউনিয়ন ভুমি তহশিলদার সাইফুল ইসলাম বলেন, বালু দস্যুতায় জড়িতরা সবাই রাজনৈতিক পরিচয় দেয়া সংঘবদ্ধ ব্যক্তি। আইনের কথা বললেই মারমুখি হয়ে উঠে। এমন কি হামলার চেষ্টাও করে। তাই প্রশাসনিক ভাবে পুলিশের সহায়তা ছাড়া তাদের বন্ধ করতে যাওয়া মানে সম্মান নিয়ে টানাটানি। তাই অধিকতর ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে বালু উত্তোলনের বিরোদ্ধে ব্যবস্থা নেয়া আবশ্যক বলে মনে করেন তিনি। অন্যথায় হুমকীর মুখে পড়বে মাতামুহুরীর চিরিঙ্গা ব্রীজ, বেতুয়া ব্রীজ ও বাটাখালী ব্রীজের স্থায়িত্ব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com