দেশের অন্যতম ঐতিহ্যবাহী সিনেমা হল ‘মধুমিতা’ ঈদের পর চিরতরে বন্ধ হচ্ছে, এমনটাই সম্প্রতি জানিয়েছিলেন এর কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ। এ ঘোষণায় সিনেমা সংশ্লিষ্ট ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে হতাশা দেখা দেয়। সোশ্যাল মিডিয়ায়ও সিনেমা হলটি চালু রাখার পক্ষে বিভিন্ন ধরনের দাবি জানানো হয়। অবশেষে ‘মধুমিতা’ সিনেমা হল কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত পাল্টেছে। হলের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ ‘মধুমিতা’ চালু রাখার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘পরিচালনা পর্ষদের সবাই মিলে মধুমিতা হল নিয়ে কয়েক দফা আলোচনা করা হয়। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেন যে, আপাতত সিনেমা হল বন্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাতে যাচ্ছেন না তারা। যদি সিনেমা হল বন্ধ করা হয়, তাহলে সংবাদ সম্মেলন করে সবাইকে অবহিত করা হবে।’
‘মধুমিতা’র কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ আরও জানান, কোটি টাকা খরচ করে সিনেমা হলটি আধুনিকায়ন করেছিলেন। তার আশা ছিল পৈতৃক ব্যবসাকেই আঁকড়ে থাকবেন। কিন্তু দেশে সিনেমার বাজারের ধারাবাহিক পতনে সেই আশা এখন মরীচিকায় রূপ নিয়েছে।
সিদ্ধান্ত পাল্টেছে কর্তৃপক্ষ, বন্ধ হচ্ছে না ‘মধুমিতা’১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা সিনেমা হলটি উদ্বোধন করা হয়। সিনেমার বাজার ভালো না থাকায় মধুমিতা হলের পরিবর্তে এখানে মাল্টিপ্লেক্স গড়ে তোলার কথা ভাবছিলেন। এমনকি ডেভেলপার কোম্পানির সঙ্গে আলাপও করেছিলেন। আসছে ঈদুল ফিতরে মধুমিতায় মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। মতিঝিল শাপলা চত্বর থেকে টিকাটুলীর দিকে যেতে হাতের বাঁ পাশে মধুমিতা সিনেমা হল। ঢাকার অন্যতম প্রাচীন প্রেক্ষাগৃহ এটি। ১৯৬৭ সালের ১ ডিসেম্বর মধুমিতা সিনেমা হল উদ্বোধন করেছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জব্বার খান। হলটিতে যেখানে একসঙ্গে ১ হাজার ২২১ জন দর্শক সিনেমা উপভোগ করতে পারেন।