ফরিদপুরের নগরকান্দায় কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি মার্স গ্রুপের ব্যাস্থাপনা পরিচালক মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফর আলী। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বজলুর রহমানের সভাপতিত্বে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জামাল উদ্দীন খান পিকুল এর সার্বিক তত্বাবধানে আরো উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, অসিম কুমার দাস, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক সভাপতি বোরহান আনিস, সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ, সাংবাদিক মিজানুর রহমান, নিজাম নকীব, শফিকুল খান জনি, শফিকুল ইসলাম মন্টু, নাসির হোসেন, ক্রীড়া ব্যক্তিত্ব এস এম ওমর আলী, শিক্ষক সাবিনা আক্তার, নাসিমা আক্তার, ফাতেমা বেগম, সাবিহা আক্তার, ইউপি সদস্য হোসেন বাওয়ালী, কাজী জাকির হোসেন, নাজমা আক্তার, সাবেক সদস্য ওহিদুজ্জামান, আবু জাফর, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আবুল হোসেন, কমিটির সদস্য বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীগণ। অনুষ্ঠান মালায় অন্ধের হাড়ি ভাঙ্গা, সম্পদ রক্ষা, মোড়গ লড়াই, যেমন খুশি তেমন সাজো, মহিলাদের জন্য বালিশ বদল,ঝড়াফুলসহ বেশ কিছু মনোমুগ্ধকর ইভেন্ট অনুষ্ঠিত হয়। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। অনুষ্ঠানে ধারাবর্ণনা প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক কমিটির সাবেক সভাপতি বেলায়েত হোসেন লিটন ও বড় কাজুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মুকুল। হাজার হাজার দর্শক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটি উপভোগ করেন।