সম্প্রীতির সুদীর্ঘ ঐতিহ্য লালনে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ যুক্তরাজ্য সরকারের ‘এজেন্টস অফ চেঞ্জ: এ বাংলাদেশ ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশিপ ইনিশিয়েটিভ’ প্রজেক্ট কার্যক্রমটি পরিচালনা করছে। তারই অংশ হিসেবে দেশের আটটি জেলায় সামাজিক সম্প্রীতি সুরক্ষা এবং ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা নিশ্চিত করতে তরুণ স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে।ইতোমধ্যে তরুণদের মাধ্যমে সামাজিক সম্প্রীতি সুরক্ষার লক্ষ্য নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা সম্পন্ন হয়েছে।কর্মসূচি সমূহে সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক, নাগরিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ সহায়তা করছেন। এরই ধারাবাহিকতায় সামাজিক সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক নেতাদের সাথে সংলাপটি গত ৯ ফেব্রুয়ারি ২০২৫ ইং কক্সবাজার জেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১০:৩০ টায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় রাজনৈতিক নেতাসহ, শিক্ষাবিদ, ধর্মীয় নেতৃত্ব, নাগরিক সমাজের নেতৃত্ব, উন্নয়ন কর্মী, তরুণ সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।