ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় হেফাজত ইসলামের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১০ ফেব্রুয়ারি, সকাল ১০টায় ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল নুরুল কুরআন মাদ্রাসায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজত ইসলামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বোরহান উদ্দিন কাসেমী, এবং প্রধান অতিথি ছিলেন জেলা হেফাজত কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী। অনুষ্ঠানে মুফতি এনামুল হক বাশারী (সুমন) ও মুফতি রহমতুল্লাহ কাসেমীর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাওলানা জহিরুল ইসলাম। এছাড়া মাওলানা জাকারিয়া খান, মাওলানা জুনায়েদ, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা সলিমুল্লাহ খাদেম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মোবাশ্বির হোসাইন ও হাফেজ সারোয়ার হোসাইন বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের উপর অতীতের নির্যাতন ও নিপীড়নের কথা উল্লেখ করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের সম্মতিক্রমে সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি এনামুল হক বাশারী সুমনসহ ১৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।