স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক আয়োজিত স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে সীডস প্রকল্পের উদ্দ্যোগে গত মঙ্গলবার দুপুরে হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের গোবরাকুড়া গ্রামে গ্রামীণ লক্ষভূক্ত প্রত্যন্ত এলাকার কৃষকদের উৎপাদিত পণ্য একত্রিতকরণ ও বাজারের বিভিন্ন এ্যক্টরদের (পাইকার, ফড়িয়া,আড়তদার,সবজি বিক্রেতা, বীজ বিক্রেতা ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান ও কোম্পানির প্রতিনিধি) সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে ন্যায্য মূল্যে বাজারজাত করনের লক্ষ্যে গ্রামীণ উৎপাদিত পণ্য সংগ্রহ ও বিক্রয় কেন্দ্র স্থাপনের শুভ উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান ইকরামূল হাসান খসরু। আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য, ইমাম, ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, এস আর জি দলের সদস্য, পাইকার, আড়তদার, প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ কুমার দে, উপজেলা সমন্বয়কারী মুনমুন সরকার এবং সি এম রফিকুল ইসলাম।