কক্সবাজারে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের গুচ্ছগ্রামের মৃত নবীর স্ত্রী দিল চেহের বেগম। জানা যায়, গুচ্ছগ্রামের মৃত নবীর স্ত্রী দিল চেহের বেগমের পৃথিবীতে আপন কেউ নেই। পেশায় ভিক্ষুক। দীর্ঘ ৩০ বছর আগে তিনি সরকার থেকে একটি খাস জমি বন্দোবস্ত পেয়েছিলেন। কিন্তু কিছু প্রভাবশালী মানুষ জোরপূর্রবক তার জমি দখল করে রেখেছিল। এরপর বিভিন্ন দুয়ারে তিনি ঘুরেছেন, কিন্তু কোন সমাধান পাননি। অবশেষে উপজেলা প্রশাসন রামুর ঐকান্তিক প্রচেষ্টা ও কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে জমিটি উদ্ধার করে তথায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি ঘর দেয়ার সিদ্ধা নিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাং কামাল হোসেন। তিনি বলেন, মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবেনা – মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে জেলা প্রশাসন কক্সবাজার বদ্ধপরিকর।