ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে মক্রমের খালের উপর ব্রীজ নির্মাণ করা হলেও রাস্তার সাথে সংযোগ না থাকায় প্রায় ১০টি গ্রামের মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রীজ আছে কিন্তু দুপাশে এপ্রোজের সাথে রাস্তার কোন সংযোগ নেই। ব্রীজ নির্মানে ১০ বছর অতিবাহিত হলেও সংস্কার হয়নি ব্রীজের দুপাশের রাস্তাটি। সংযোগ রাস্তা নির্মাণ না করেই ব্রীজ নির্মানের কাজ করায় এটি কোন কাজে আসছেনা পথচারীদের। নেই কোন রাস্তার সংযোগ, মাটি ভরাট না করায় ব্রীজে উঠার মতো কোন পরিস্থিতি নেই। এলাকাবাসী নিজেদের উদ্যোগে বাঁশ সংগ্রহ করে খালের তলদেশ থেকে প্রায় ২০ ফুট উচু দিয়ে রাস্তার সাথে সংযোগ ঘটিয়েছে যা অত্যান্ত বিপদজনক। যে কোন সময় হতে পারে দূর্ঘটনা। ইউপি সদস্য ইদ্দিস আলী জানান, প্রায় ১০টি গ্রামের মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছে মক্রমের খালের উপর ব্রীজটি। এই ব্রীজ দিয়ে বলরামপুর, রায়পুর, কাশিপুর, রামনাথপুর, বাকপারা, দক্ষিণ মাইজপাড়া, গিলাগড়া, পূর্ব লাঙ্গলজোড়া সহ প্রায় ১০ গ্রামের মানুষ। রাস্তার সংযোগ স্থাপন করে ব্রীজটি দিয়ে মানুষের চলাচলের উপযোগী করার জন্য সংশ্লীষ্ট মহলের প্রতি দাবী জানান এলাকাবাসী।