বগুড়ায় পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবু ওবায়দুল হাসান ববির নির্বাচনী মতবিনিময় সভা সাবেক কাউন্সিরর টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ১৮নং ওর্য়াডের ফুলবাড়ি দক্ষিনপাড়ায় উক্ত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র প্রার্থী আলহাজ¦ আবু ওবায়দুল হাসান ববি। অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌরনেতা শোভন, মো: মিঠু, মোহন ও মহিলা কাউন্সিলর প্রার্থী মুক্তি বেগম, ১৮নং ওয়ার্ড পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম অরুন, এনামুল হক পাবেল। এ সময় পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মেয়র প্রার্থী ববি বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে এই পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলব। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা ও দূষনমুক্ত পরিবেশ গড়ে তুলব। সেই সাথে সকল বয়সের জনসাধারনের জন্য বিনোদনের ব্যবস্থা এবং যুব সমাজকে মাদকমুক্ত রাখার জন্য নিয়মিত খেলাধুলার ব্যবস্থা করব। এজন্য সকলের দোয়া ও সহযোগিতার প্রয়োজন।