শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন

মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে জামালপুরে র‌্যালি-আলোচনা সভা

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরের ইটাইলে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন ইটাইল ইউনিয়ন শাখার আয়োজনে রোববার দুপুরে উক্ত কর্মসূচি পালিত হয়।পিয়ারপুর বাজারে র‌্যালি শেষে কমিশনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসের আক্রোমণ থেকে রক্ষায় র‌্যালি চলাকালে পথচারীদের মাঝে সচেতনামূলক লিফলেট ও ২০০ মাস্ক বিরতণ করা হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন ইটাইল ইউনিয়ন শাখার সভাপতি শহিদুল আলমের সভাপতিত্বে এবং নির্বাহী সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ইটাইল ইউনিয়ন শাখার সহ সভাপতি অপূর্ব দাস, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, যুগ্ম সম্পাদক মফিজুল হক, অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমুখ। এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন ইটাইল ইউনিয়ন শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল হোসাইন, আইন বিষয়ক সম্পাদক মোনাইম হাসান, আন্তর্জাতিক সম্পাদক আব্দুল মান্নান, সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য ইউনুছ আলী, আনোয়ার হোসেনসহ কমিশনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্খীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, ধর্ষণ ও মাদকমুক্ত সমাজ গড়তে এবং মানবতার সেবাসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের সভাপতি আনুষ্ঠানিকভাবে কেক কেটে উপস্থিত সকলকে খাইয়ে দেন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com